বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নওগাঁর রাণীনগরে পিরপালের জমির জিম্মাদার সাদেক আলী আকন্দের পিরপালের ২ বিঘা জমির ধান কেটে নিয়ে গেছে মাতব্বরদের নেতৃত্বে গ্রামের কিছু অসাধু লোকজন। আবারও সাদেক আলী আকন্দের পরিবারকে এক ঘরে করে রাখলো গ্রামের মাতব্বর ও লোকজনরা। এক ঘরে করে রাখা সেই পরিবারের কাউকে গতকাল শুক্রবারের জুমার নামায পড়ার জন্য মসজিদে যেতে দেয়া হয়নি বলে জানা গেছে। পিরপালের জমি নিয়ে জিম্মাদার সাদেক আলী আকন্দের পরিবারের সাথে ওই গ্রামের মাতব্বরসহ কিছু লোকজনদের বিরোধ চলে আসছে দীর্ঘদিন যাবত। গত বৃহস্পতিবার উপজেলার একডালা ইউনিয়নের টং গ্রামের সাদেক আলী আকন্দের পিরপালের জমির ধান জোর করে কেটে নেয়া ও তার পরিবারকে এক ঘরে করে রাখার ঘটনাটি ঘটেছে। এমন কি সাদেক আলী আকন্দের পরিবারের লোকজনের সাথে গ্রামের কেউ কথা বললে তাকে ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে বলে ঘোষনা দিয়েছে ওই গ্রামের কতিপয় মাতবররা।
সূত্রে জানা গেছে, জেলার রানীনগর উপজেলার একডালা ইউনিয়নের টং গ্রামের সাদেক আলী আকন্দের বাবা মৃত-মহরম আলী আকন্দ ওই গ্রামের পিরপালের ১একর ৯২ শতংশ জমির জিম্মাদার ছিলেন। তার বাবা মারা যাবার পর ছেলে সাদেক আলী আকন্দ দীর্ঘদিন যাবৎ এই জমিগুলোর দেখভাল করে আসছিলেন। পিরপালের ২ বিঘা জমিতে ইরি-বোরো ধান লাগান জিম্মাদার সাদেক আলী আকন্দ। বৃহস্পতিবার সকালে সাদেক আলীর দিনমজুর লোকজন নিয়ে জমিতে ধান কাটতে যায়। হঠাৎ করে গ্রামের কতিপয় মাতব্বরদের নেতৃত্বে গ্রামের কিছু লোকজন তাদের ধান কাটায় বাধা দিয়ে জমি থেকে শ্রমিকদের তুলে দিয়ে গ্রামের মাতব্বর আবু সালেসহ কিছু মাতব্বরের নেতৃত্বে গ্রামের কালাম, বাবু, সোলেমান, আব্দুর রউফ, রুহুল আমীন, লুৎফর, রুবেল, ফজলু মোল্লা, আব্দুস সাত্তারসহ ১০০-১২০ জন লোক মিলে ধান কেটে নিয়ে যায় এবং রাস্তার উপর মাড়াই মেশিন দিয়ে মাড়াই করে। নাম প্রকাশ না করার শর্তে ওই গ্রামের অনেক লোকজন জানান, একডালা ইউনিয়নের চেয়াম্যান রেজাউল ইসলামের মদদে সাদেক আলী আকন্দের পরিবারকে প্রায় ৩ মাস আগে এক ঘরে করে রেখেছিল।
আবার পিরপালের জায়গার জিম্মাদারকে কোন কিছু না বলেই জোরপূর্বক জমির গাছ, বাঁশ, পুকুরের মাছসহ প্রায় ২-৩ লক্ষ টাকার গাছ ও মাছ বিক্রয় করে ওই গ্রামের কিছু কতিপয় লোকদের নিয়ে গ্রামে গরু-খাসি জবাই করে ভোজনের আয়োজন করে। পিরপালের জমির জিম্মদার সাদেক আলী আকন্দের ছেলে হযরত আলী জানান, আজ আমাদের রোপন করা ধান জমিতে কাটতে গেলে তারা আমার লোকজনদেরকে জোরপূর্বক উঠিয়ে দিয়ে তারা ধান কেটে রাস্তার উপর মেশিন দিয়ে মাড়াই করে বিক্রি করেছে। এখন আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। একডালা ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম বলেন বিষয়টি আমার জানা নেই। যদি তারা লিখিত অভিযোগ করে তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
একডালা ইউপি আ’লীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিনের এই সমস্যা সমাধান করার জন্য আমি একাধিক বার চেষ্টা করেছি কিন্তু পারি নাই।
এ বাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমার জানান, এই বিষয়টি সম্পন্ন নির্বাহী কর্মকর্তার বিষয়। নির্বাহী কর্মকর্তা আমাকে যা আদেশ করবেন তাই আমি করব। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।