রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ফুলপুর উপজেলার বেলটিয়া বালিয়া গ্রামে নওমুসলিমের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ৪ বছর আগে বালিয়া বাজার এলাকার ঋষি বিশ্বনাথের ছেলে ও মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। উভয়ে সকলের সাহায্য-সহযোগিতায় বালিয়া মাদরাসায় লেখাপড়া করে মাওলানা হতে যাচ্ছে। এলাকাবাসী তাদের জন্য কর্তৃপক্ষের কাছে খাস জমি বন্দোবস্তের দাবি করেন। এতে প্রশাসন নওমুসলিম ইউসুফকে ১০ ও বোন উম্মে কুলসুমকে ৫ শতাংশ জমি বন্দোবস্ত দিয়ে বুঝিয়ে দেন। এলাকাবাসী তাৎক্ষণিক জায়গাটিতে থাকার জন্য একটি ছোট ঘরও করে দেন। এরপর থেকেই স্থানীয় বাবুল ও দেলোয়ার হোসেন গংরা জায়গাটি দখলের চেষ্টা চালিয়ে যায় এবং এক পর্যায়ে জমিসহ ঘরটি দখল করে। পরে প্রশাসনের সহযোগিতায় জায়গাটি উদ্ধার হয়। এরপরও অবৈধ দখলকারীদের চক্রান্ত থেমে থাকেনি। গত ৯ আগস্ট রাতের অন্ধকারে বাবুল গংরা উক্ত জমিতে প্রবেশ করে জোরপূর্বক দখল করে। এ ব্যাপারে নওমুসলিম ইউসুফ বাদি হয়ে ফুলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অপরদিকে উক্ত ভূমি দখল মুক্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বালিয়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা ইকবাল হোসেন শাহী ফুলপুর থানায় একটি লিখিত আবেদন দায়ের করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।