Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা

ফুলপুর উপজেলার বেলটিয়া বালিয়া গ্রামে নওমুসলিমের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ৪ বছর আগে বালিয়া বাজার এলাকার ঋষি বিশ্বনাথের ছেলে ও মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। উভয়ে সকলের সাহায্য-সহযোগিতায় বালিয়া মাদরাসায় লেখাপড়া করে মাওলানা হতে যাচ্ছে। এলাকাবাসী তাদের জন্য কর্তৃপক্ষের কাছে খাস জমি বন্দোবস্তের দাবি করেন। এতে প্রশাসন নওমুসলিম ইউসুফকে ১০ ও বোন উম্মে কুলসুমকে ৫ শতাংশ জমি বন্দোবস্ত দিয়ে বুঝিয়ে দেন। এলাকাবাসী তাৎক্ষণিক জায়গাটিতে থাকার জন্য একটি ছোট ঘরও করে দেন। এরপর থেকেই স্থানীয় বাবুল ও দেলোয়ার হোসেন গংরা জায়গাটি দখলের চেষ্টা চালিয়ে যায় এবং এক পর্যায়ে জমিসহ ঘরটি দখল করে। পরে প্রশাসনের সহযোগিতায় জায়গাটি উদ্ধার হয়। এরপরও অবৈধ দখলকারীদের চক্রান্ত থেমে থাকেনি। গত ৯ আগস্ট রাতের অন্ধকারে বাবুল গংরা উক্ত জমিতে প্রবেশ করে জোরপূর্বক দখল করে। এ ব্যাপারে নওমুসলিম ইউসুফ বাদি হয়ে ফুলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অপরদিকে উক্ত ভূমি দখল মুক্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বালিয়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা ইকবাল হোসেন শাহী ফুলপুর থানায় একটি লিখিত আবেদন দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুলপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ