রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা
বানারীপাড়ায় সলিয়াবাকপুর গ্রামে সোবাহান সরদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে ব্যবসায়ী খাদেম হোসেন সরদার ও সালাম সরদার গংয়ের সম্পত্তিতে জোরপূর্বক পাকা ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি উপজেলার সলিয়াবাকপুর গ্রামে খাদেম হোসেন সরদার ও সালাম সরদার গংয়ের পৈতৃক সম্পত্তিতে তার চাচাতো চাচা সোবাহান সরদার জোরপূর্বক পাকা ভবন নির্মাণ কাজ শুরু করেন। এ ব্যপারে থানায় লিখিত অভিযোগ করার পরে ওসি জিয়াউল আহসান ভবন নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়ে সালিশ বৈঠকের মাধ্যমে নিষ্পত্তির জন্য দুই পক্ষকে থানায় ডাকেন। কিন্তু সোবাহান সরদার থানার ওই সালিশ বৈঠকে উপস্থিত না হয়ে বরং রাত দিন নির্মাণ কাজ অব্যাহত রাখেন। পরে নিরুপায় হয়ে খাদেম সরদার’র ভাই সিদ্দিকুর রহমান সরদার আদালতের শরণাপন্ন হলে আদালত ওই সম্পত্তির ওপর ১৪৪ ধারা জারি করেন। আদালতের নিষেধাজ্ঞা পেয়ে এস আই মোস্তাফিজুর রহমান রাত সাড়ে ১১টায় গিয়ে চলমান কাজ বন্ধ করে দেন। এর পর থেকে সোবাহান সরদারের লোকজন খাদেম সরদার ও তার ভাই সিদ্দিক সরদারকে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণ নাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।