Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে মাদ্রাসার জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ

প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুর পৌরসভার অন্তর্ভুক্ত ৬নং ওয়ার্ডে (টেপাখোলা) অবস্থিত তালিমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে একই এলাকার মাদ্রাসা সীমান্তবর্তী আব্দুল বেপারী গংরা। এ বিষয়ে মাদ্রাসার পরিচালক মাওলানা আনোয়ার হোসেন মেয়র, ফরিদপুর পৌরসভাকে লিখিতভাবে অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখ করে সীমান্তবর্তী আব্দুল বেপারী গংরা সাম্প্রতিক মাদ্রাসার রান্না ঘর ভেঙ্গে ফেলে জমি দখল করে নেয় এবং মাদ্রাসার ছাত্রসহ মাদ্রাসার পরিচালক আনোয়ার হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। বর্তমানে মাদ্রাস ও এতিম খানার ছাত্ররা নিরাপত্তাহীনতায় ভুগছে। এলাকায় গিয়ে জানা যায়, তালিমুল কোরআর মাদ্রাসা ও এতিমখানার জন্য ওই এলাকার রইসউদ্দিন মিয়া, নাসিরউদ্দিন গংরা ২০০২ সালে ১০.২২ শতাংশ জমি ওয়ারিশসূত্রে পাওয়া সম্পত্তি মাদ্রাসার জন্য দান করেন এবং দীর্ঘ ৫/৭ বছর ধরে মাদ্রাসাটি সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে। জমিনদাতা রইসউদ্দিন জানান, আমিসহ আমার পরিবারের ৬ জন তালিমুল কোরআন মাদ্রাসার জন্য জমি দান করি। কিন্তু হঠাৎ করে আব্দুল বেপারী গংরা মাদ্রাসার জমি দাবি করে মাদ্রাসাটি ভাঙচুর করে। আমরা মেয়র ফরিদপুর পৌরসভার মেয়রের নিকট একটি অভিযোগ দায়ের করেছি। মেয়র সাহেব সমস্যাটি সমাধাণ করে দিবেন বলে আশ্বাস দিয়েছেন। ৬নং ওয়ার্ড কাউন্সিলার মামুন সাহেব সরোজমিনে এসে যে অবস্থায় আছে সেখানে থাকার জন্য অনুরোধ জানান। কিন্তু আব্দুল বেপারী গংরা তা মানছে না। মাদ্রাসার ছাত্র ও সুপারকে প্রাণনাশের হুমকি দিয়েই যাচ্ছে। এ বিষয়ে আব্দুল বেপারীর সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফরিদপুরে মাদ্রাসার জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ