রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
খুলনা ব্যুরো
খুলনার দাকোপ উপজেলার সুতারখালী গ্রামে কলেজছাত্রকে অপহরণ করে একটি দালাল চক্র মুক্তিপণ আদায় ও জোরপূর্বক এক মেয়ের সাথে বিয়ে দেয়ার ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উপায়ন্ত না পেয়ে দিনমজুরীর পুত্র কলেজছাত্র হারুন মোড়ল (১৮) বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটিতে অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে প্রকাশ, কয়রার বাগবা গ্রামের জনৈক ইবাদুল মোড়লের পুত্র হারুন তার খালা বাড়ী সুতারখালী গ্রামে সম্প্রতি বেড়াতে আসে। একটি সংঘবদ্ধ চক্র তাকে টাকার লোভে অপহরণ করে আটকে রেখে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেয়। পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে স্থানীয় এক মেয়ের সাথে তাকে বিয়ে দেয়। ঘটনাটি ঘটে গত ১৪ সেপ্টেম্বর। ওই দিন রাতে সংঘবদ্ধ চক্র হারুন এবং তার পরিবারের কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। একপর্যায় সুযোগ বুঝে হারুন পালিয়ে আসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।