Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

গাজীপুরে নিয়ন্ত্রণহীন যানজট
দশ মিনিটের রাস্তা আড়াই ঘণ্টা! সালনা থেকে গাজীপুর চৌরাস্তা সময়ের দূরত্ব এখন ন্যূনতম দেড় ঘণ্টা। হতবাক হয়ে বসে না থেকে কোনো উপায় নেই। যে কোনো মূল্যে এই বিষয়গুলো অতি গুরুত্ব সহকারে দেখতে হবে। প্রয়োজনে দিনে ভারী সব যানবাহন বন্ধ রাখা হোক। বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহূত যানবাহন, কৃষিপণ্য পরিবহনের জন্য যানবাহন রাত ১০টার পর থেকে চালানোর ব্যাপারে সিদ্ধান্ত বিবেচনায় আনা যেতে পারে। নৌ ও রেলপথকে পণ্য পরিবহনে বিপরীত ব্যবহার করানো যায় কি-না, তাও ভাবা যেতে পারে। লেগুনা স্ট্যান্ড গাজীপুর চৌরাস্তা থেকে সালনায় সরিয়ে আনা ও লেগুনা সালনা পর্যন্ত চলাচল করার ব্যবস্থা করা হোক। মহাসড়কে থাকা বাজার উচ্ছেদ করা হোক। গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত ইউটার্নের জন্য সব ধরনের ডিভাইডার বন্ধ করে দেওয়া হোক। রাস্তার যেখানে যেখানে পানি জমে খানা-খন্দের সৃষ্টি হয়েছে, সেসব জায়গায় আপাতত পানি অপসারণ করে চলাচলের ব্যবস্থা করার ব্যপারে পদক্ষেপ নেওয়া হোক। গাজীপুর চৌরাস্তায় সব ধরনের গাড়ি থামানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হোক। অ্যাম্বুলেন্স, বৃদ্ধ এবং শিশুদের জন্য রাস্তা এখন এক নরকের নাম। গাজীপুর চৌরাস্তায় একে তো ময়লার গন্ধ, তার সঙ্গে তীব্র জ্যাম হয়ে মানুষের কষ্ট-যন্ত্রণা সীমাহীন। আশা করি, প্রশাসন এ ব্যপারে দ্রæত পদক্ষেপ নেবে।
সাঈদ চৌধুরী
শ্রীপুর, গাজীপুর

পুলিশ ফাঁড়ি স্থাপন করুন
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম একটি ঐতিহ্যবাহী নদীবন্দর। এ নদীবন্দরে এক সময় স্টিমার ভিড়ত। কলকাতার সঙ্গে তখন সরাসরি বাণিজ্যের মাধ্যম ছিল এ বন্দরটি। তাই এ বন্দরের গুরুত্ব অনুধাবন করে এখানে আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছিল। ১৯৯৫-পরবর্তী সময়ে পুলিশ ফাঁড়িটি এখান থেকে উঠিয়ে দেওয়া হয়। তারপর থেকেই এলাকাটি একটি অপরাধ জোন হিসেবে আবির্ভূত হতে থাকে। সন্ত্রাসী কার্যকলাপ থেকে শুরু করে মাদকে সয়লাব হয়ে যায় মিরকাদিমের পুরো এলকা। উঠতি বয়সের ছেলেদের রক্ষা করতে বাবা-মায়ের লগদঘর্ম হলে নেশার সহজলভ্যতার কারণে তাদের ফেরানো যাচ্ছে না। তাই মিরকাদিমের আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনতে এখানে পুনরায় পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য গত বছর স্বরাষ্ট্র সচিব,আইজিপি, ডিআইজি ঢাকা রেঞ্জ, পুলিশ সুপার মুন্সীগঞ্জ, ওসি মুন্সীগঞ্জ বরাবর আবেদন করা হয়। কিন্তু সে আবেদনে কোনো সাড়া পাওয়া যায়নি। তাই মিরকাদিমের আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশ ফাঁড়ি স্থাপন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. তাওহীদ সরদার
রিকাবীবাজার, মিরকাদিম, মুন্সীগঞ্জ

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন