Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বামবার উদ্যোগে দেশের জনপ্রিয় ব্যান্ড দলের জমজমাট কনসার্ট

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

দেশের জনপ্রিয় ব্যান্ড দলগুলো দর্শকদের মাতিয়ে তুলতে হাজির হচ্ছে একই মঞ্চে। ব্যান্ড তারকারা দর্শকদের পছন্দের গান পরিবেশন করবে। আগামী ৩ মে, বৃহষ্পতিবার, দুপুর ১২টা থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরা-এর হল ৪ নবরাত্রীতে ব্যান্ডপ্রেমীদের জন্য এই সুযোগটি থাকছে স্কাইট্র্যাকার-এর সৌজন্যে বামবা (বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস এসোসিয়েশন) লাইভ চ্যাপ্টার ওয়ান শীর্ষক কনসার্টে। কনসার্টে পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড দল মাইলস্, ওয়ারফেজ, ফীডব্যাক, অর্থহীন, দলছুট, ম্যাক ও ঢাকা, পেন্টাগন, নেমেসিস, আর্বোভাইরাস, ভাইকিংস, শূন্য'সহ আরো জনপ্রিয় সব ব্যান্ড দল। বামবার সদস্য তালিকাভুক্ত ব্যান্ড দলগুলো প্রত্যেকে স্ব স্ব ক্ষেত্রে জনপ্রিয় এবং দেশের সেরা ব্যান্ড দলগুলোর অন্যতম। বামবা ইতিমধ্যেই বেশকয়েকটি ওপেন এয়ার কনসার্ট করেছে, যাতে সবচেয়ে বেশি সংখ্যাক ব্যান্ড দল পারফরম করেছে। এসব কনসার্টে দর্শকের উপস্থিতিও ছিলো উল্লেখযোগ্য। তারই ধারাবাহিকতায় বামবা এবারও এমন একটি কনসার্ট আয়োজন করতে যাচ্ছে। কনসার্ট উপভোগ করতে শ্রোতাদের রেজিস্ট্রেশন করতে হবে। ফেসবুকে রেজিস্ট্রেশনের মাধ্যমে দর্শকরা এই কনসার্টে অংশগ্রহণ করতে পারবেন। কোনো রেজিস্ট্রেশন ফি ছাড়াই দর্শকরা মনোমুগ্ধকর এই কনসার্ট উপভোগ করতে পারবেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলন করে এই কনসার্ট আয়োজনের কথা জানান বামবার কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বামবা’র প্রেসিডেন্ট হামীন আহমেদ, সাধারণ সম্পাদক শেখ মনিরুল আলম টিপু, সহ-সভাপতি ফুয়াদ নাসের বাবু, স্কাইট্র্যাকার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা দোজা এলানসহ উভয় সংগঠনের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ। হামীন আহমেদ বলেন, দেশে অনেক জনপ্রিয় ব্যান্ড দল আছে। দর্শকদের পছন্দের ভিন্নতার কারণে ব্যান্ড দলগুলোর পরিবেশনাও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কিন্তু অনেকেই আছেন যারা একই সাথে একাধিক ব্যান্ড দলের পারফরমেন্স পছন্দ করে থাকেন। সেই সব সংগীতপ্রেমীদের জন্যই আমরা এই আয়োজন করতে যাচ্ছি, যারা একই সাথে দেশের জনপ্রিয় ব্যান্ড দলগুলোর পারফরমেন্স উপভোগ করতে পারবেন। আমরা আশা করি, দেশের ব্যান্ড সংগীত প্রেমীদের জন্য এটি একটি অনন্য সুযোগ তৈরি করে দেবে। স্কাইট্র্যাকার এর প্রধান নির্বাহী কর্মকর্তা দোজা এলান বলেন, স্কাইট্র্যাকার বামবার সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। দীর্ঘ চার বছর পর আবার দর্শকদের জন্য লাইভ চ্যাপ্টার ওয়ান কনসার্ট করতে যাচ্ছে বামবা। এই আয়োজনে বামবার পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বাংলাদেশের ব্যান্ড জগতের গুণী শিল্পীদের এক মঞ্চে আনতে পেরে আমরা খুবই আনন্দিত। আশা করি, বাংলাদেশের ব্যান্ডপ্রেমীরা এতে অংশগ্রহণ করে এই আয়োজনকে সার্থকতা দেবেন। আমরা ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রেখে সিরিজ কনসার্ট আয়োজন করবো। স্কাইট্র্যাকার -এর সৌজন্যে বামবা সিরিজ কনসার্টের আয়োজনের পরিকল্পনা নিয়েছে। পর্যায়ক্রমে ব্যান্ড প্রেমীদের জন্য দেশের জনপ্রিয় ব্যান্ড দলগুলোকে নিয়ে এই কনসার্ট আয়োজন করবে। মূলত দেশের ব্যান্ড ভক্তদের একটি সুস্থ বিনোদনের ব্যবস্থা করতেই বামবা এই উদ্যোগ নিয়েছে। বাবমা শুধু দর্শকদের জন্য বিনোদনের ব্যবস্থা করতেই কনসার্টের আয়োজন করে না। বিভিন্ন সামাজিক সমস্যা নিরসন, দুর্যোগ কবলিতদের সাহায্যসহ নানাবিধ সামাজিক কল্যাণমূলক কাজের জন্য এগিয়ে আসে। উল্লেখ্য, ১৯৮৭ সালে বন্যার্তদের সাহায্যের উদ্দেশ্যে কনসার্টের মাধ্যমে যাত্রা শুরু করে বামবা। এরপরের বছর ১৯৮৮ সালে প্রথম পাবলিক কনসার্ট করে। ১৯৯০ সালে ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসে বামবা বাংলাদেশের ইতিহাসে প্রথম ওপেন এয়ার কনসার্ট করে। ১৯৯২ সালে প্রথমবারের মতো ধানমন্ডির ওমেন্স কমপ্লেক্সে টিকেট-এর মাধ্যমে কনসার্ট করে, যেখানে ৭২ ঘণ্টারও কম সময়ে পুরো ২০ হাজার টিকেটই বিক্রি হয়ে যায়। এরপর বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কনসার্ট করে বামবা। সর্বশেষ ২০১৪ সালে রবি আজিয়াটার সাথে বামবা তিন দিনের রক ফেস্টিভ্যাল করে। বাংলাদেশের প্রায় সব জনপ্রিয় ব্যান্ড দল বামবা-এর সদস্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জনপ্রিয়

১৮ অক্টোবর, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ