Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্টার প্লাসে হিন্দিতে প্রচার শুরু হচ্ছে হুমায়ূন আহমেদের জনপ্রিয় ধারাবাহিক আজ রবিবার

প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : নব্বই দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় ধারাবাহিক ‘আজ রবিবার’ সারা বিশ্বের ১৫০টি দেশে একযোগে প্রচার করা হবে। ভারতীয় চ্যানেল স্টার প্লাস ধারাবাহিকটির পুরো স্বত্ব কিনে নিয়ে তাদের নেটওয়ার্কের প্রায় ১৫০টি দেশে হিন্দি ভাষায় ডাবিং করে এটি প্রচার করতে যাচ্ছে। স্টার প্লাসে গত রোববার থেকে রাত সাড়ে ৯টায় ‘টুডে ইজ সানডে’ নামে ধারাবাহিকটির প্রমো প্রচার শুরু করেছে। প্রমোতে মেহের আফরোজ শাওন ও হুমায়ূন আহমেদের মেয়ে শীলা আহমেদ অভিনীত দৃশ্য ব্যবহার করা হয়েছে। প্রমোতে বলা হয়েছে, ১ অক্টোবর থেকে বাংলাদেশের কিংবদন্তী লেখক হুমায়ূন আহমেদ নির্মিত ‘আজ রবিবার’ নাটকটি প্রচার করা হবে। এ ব্যাপারে মেহের আফরোজ শাওন জানান, শুধু হুমায়ূন আহমেদের স্ত্রী হিসেবেই নয়, তার একজন ভক্ত হিসেবেও আমি খুব খুশি। তিনি বলেন, এ ব্যাপারে আমাদের কোনো কৃতিত্ব নেই। আমরা এটা নিয়ে কোনো চেষ্টাও করিনি। স্টার প্লাস থেকে কেউ আমাদের সাথে যোগাযোগও করেনি। তিনি জানান, নাটকটা বেশ কয়েক বছর আগে হুমায়ূন আহমেদ চ্যানেল আইয়ের কাছে দিয়েছিলেন। চ্যানেল আই প্রচার কারার পর এখনও তাদের কাছেই আছে নাটকটি। চ্যানেল কর্তৃপক্ষ নিজেরা উদ্যোগ নিয়ে স্টার প্লাসের সাথে কথা বলে। স্টার প্লাস বাংলাদেশের অনুষ্ঠান চালানোর জন্য সর্বপ্রথম হুমায়ূন আহমদের একটা প্রোডাকশন বেছে নিয়েছে। স্টার প্লাসও খুব আগ্রহ দেখিয়েছে বাংলাদেশের এমন একজন লিজেন্ডারি মানুষের একটা কাজ প্রচার করার জন্য। আমি অবশ্যই খুশি। পাশাপাশি অস্বস্তি আছে। অস্বস্তিটা হচ্ছে সব পরিচিত মানুষের মুখে হিন্দি শুনতে কেমন যেন লাগে। আমি নিজেও আমার চরিত্রের মুখে হিন্দি শুনছি, কেমন যেন অচেনা অচেনা লাগছে। ঠিক ভালো লাগা, খারাপ লাগা বলবো না। তবে ভালো লাগা হচ্ছে- এটা দেশের সীমানা পেরিয়ে বিদেশে প্রচার হচ্ছে। শুধু ইন্ডিয়াতে নয়, বিশ্বের দেড়শ’ দেশে ধারাবাহিকটি প্রচার হবে। শাওন গর্বের সাথে বলেন, আমাকে ওরা ফোন করে জানিয়েছে। হিন্দি ভাষাকে ছোট করছি না। কারণ আমাদের দেশের একটি সিনেমা যখন ইংরেজিতে সাবটাইটেল করা হয় তখন ভালো লাগে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্টার প্লাসে হিন্দিতে প্রচার শুরু হচ্ছে হুমায়ূন আহমেদের জনপ্রিয় ধারাবাহিক আজ রবিবার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ