Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

পথচলায় নিরাপত্তা চাই
ঢাকার মিরপুর ১০ নম্বর থেকে ১২ নম্বর পর্যন্ত ফুটপাত দিয়ে চলাচল করা বড়ই কষ্টকর। একে তো একশ্রেণির লোক দোকান বসিয়েছে ফুটপাতে। এরই পাশাপাশি বিদ্যুৎ বা টেলিফোনেরও তার নয়, গাট্টি গাট্টি কালো কালো তার এমনভাবে পেঁচিয়ে রাখা হয়েছে, যা হঠাৎ হঠাৎ পিঠে, মাথায় এসে লেগে যেন হুল ফুটিয়ে দিয়ে যায়। কোনোভাবে চোখে লাগলে জীবনে দুর্ভাগ্য নেমে আসার সম্ভাবনাই বেশি। চোখে বেকায়দায় পড়লে চোখ অন্ধও হয়ে যেতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, রাস্তার পাশের ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় তারগুলো মাথায়, গায়ে, চোখে বিদ্ধ হতে পারে। তাই অবিলম্বে ওই কালো কালো তারগুলো উচ্ছেদ অভিযানে নামুন। পথচারীরা যাতে ঢাকার মিরপুরের ১০ নম্বর থেকে ১২ নম্বর পর্যন্ত হেঁটে নিরাপদে চলাচল করতে পারেন, সেই নিশ্চয়তা চাই।
লিয়াকত হোসেন খোকন
ঢাকা

 

পাড়াতলীকে উপজেলা করা হোক
নরসিংদী জেলার বৃহত্তর রায়পুরা উপজেলা একটি পৌরসভা ও ২৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এর মধ্যে ছয়টি ইউনিয়ন মেঘনা নদী দ্বারা বেষ্টিত দুর্গম চরাঞ্চলে অবস্থিত। এখানে দুই লক্ষাধিক লোকের বসবাস। এ জায়গাটি দুর্গম চরাঞ্চল হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষে প্রশাসনিক, আইন-শৃঙ্খলা ও উন্নয়নমূলক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে দুর্গম পথ অতিক্রম করে উপজেলা সদরে গিয়ে দাপ্তরিক কাজ করতে সাধারণ জনগণের খুবই অসুবিধা হচ্ছে। মেঘনা নদীর তীরবর্তী পাড়াতলীতে দুটি মাদ্রাসা, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, ডাকঘর, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন কৃষি অফিস, কমিউনিটি সেন্টার, ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র, ইউনিয়ন কমপ্লেক্স ভবন, বাজার ও কবি শামসুর রাহমান স্মৃতি পাঠাগারসহ বেশ কয়েকটি এনজিও প্রতিষ্ঠানের অফিস রয়েছে। এখানকার যোগাযোগ ব্যবস্থা এতটাই নাজুক যে, চরাঞ্চলের সাধারণ জনগণকে সুদীর্ঘ পথ হেঁটে ও মেঘনা নদী পার হয়ে উপজেলা সদরে যেতে দুই ঘণ্টারও অধিক সময় ব্যয় করতে হয়। তাই উল্লিখিত চরাঞ্চলের পাড়াতলী, চাঁনপুর, শ্রীনগর, বাঁশগাড়ী, চরমধুয়া ও মির্জারচর- এই ছয়টি ইউনিয়ন নিয়ে পাড়াতলীকে উপজেলা গঠন করা একান্ত প্রয়োজন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রীসহ সংশ্নিষ্ট সবার সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
এরশাদুর রহমান (চন্দন)
পাড়াতলী, রায়পুরা, নরসিংদী



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন