Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

শতভাগ পেনশন সমর্পণকারীদের প্রতি দৃষ্টি দিন
ইতিপূর্বে সরকারি চাকরিজীবীদের শতভাগ পেনশন সমর্পণের বিধান ছিল। সেটি বন্ধ করা হয়েছে। সরকার বুঝতে পেরেছে শতভাগ পেনশন সমর্পণকারীদের দুরবস্থা। এমনিতেই তারা পরিবার, সমাজ, সর্বোপরি রাষ্ট্রের কাছে গলগ্রহ। জীবনের বসন্তটুকু উৎসর্গ করেছেন রাষ্ট্রের সেবা দিয়ে। অথচ আজ তারা অবহেলিত। কারণ খুঁজতে গেলে দেখা যায়, অর্থনৈতিক দিকই প্রধান। সংসারে এক সময় জ্বালানি দিয়ে যে সংসারকে আলোকিত করেছিলেন, সে জ্বালানি এখন আর সরবরাহ করতে পারেন না। যার অর্থ নেই, তার কোনো মূল্য নেই। পরিবারের প্রয়োজনেই শতভাগ পেনশন সমর্পণ করতে বাধ্য হয়েছিলেন। সারাজীবনের অর্জন সমর্পণ করে ভুলের খেসারত দিতে হচ্ছে। অথচ ভুলটা না করলে এই বার্ধক্যেও তারা থাকতেন সমান আদর-যতেœ। এই দুরবস্থা থেকে বাঁচাতে পারে একমাত্র সরকার। যাদের বয়স পঁয়ষট্টির বেশি, তাদের পেনশন ফিরিয়ে দিলেই এ সমস্যার সমাধান হতে পারে। জীবনের এই শেষ সময়ে তাদেরকে দিতে পারে অন্ধকার থেকে একটু আলোর দিশা।
পরেশ কান্তি সাহা
মুক্তিযোদ্ধা, কবি ও গবেষক, সাহাপাড়া, মাগুরা

নিঝুম দ্বীপ রক্ষায় এগিয়ে আসুন
নিঝুম দ্বীপ হচ্ছে একটি চর এলাকা। এটির অবস্থান নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায়। এটি খুবই সুন্দর এলাকা। ওখানে এখনও লক্ষাধিক মানুষ বসবাস করে। ধানের জমি, কৃষি জমি, বাসগৃহ, পুলিশ ফাঁড়ি, প্রাইমারি স্কুল, হাইস্কুল ও কমিউনিটি ক্লিনিক রয়েছে। নিঝুম দ্বীপের চারপাশে আবার ভাঙন শুরু হয়েছে। এটি একসময় টিকবে কিনা সন্দেহ। তাই এটিকে রক্ষা করতে সংশ্নিষ্ট কর্তৃপক্ষসহ সবাইকে এগিয়ে আসা জরুরি বলে মনে করি।
আজিম উল্যাহ হানিফ
নাঙ্গলকোট, কুমিল্লা

নরসিংদীতে ইঞ্জিনিয়ারিং কলেজ চাই
বাংলাদেশ ক্রমাগত শিল্পায়নের দিকে এগিয়ে যাচ্ছে। বিগত কয়েক দশক ধরে দেশে কৃষি, সেবা ও দ্রব্যসামগ্রী উৎপাদন ক্ষেত্রে প্রশংসনীয় উন্নয়ন সাধন হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন জরুরি হয়ে দাঁড়িয়েছে। নরসিংদী তেমন একটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের জন্য চমৎকার স্থান। নরসিংদী বৃহত্তর ঢাকার একটি অংশ ছিল এবং ঢাকা মহানগরের জিরো পয়েন্ট থেকে এক ঘণ্টায় নরসিংদী শহরে পৌঁছা যায়। দুঃখজনক হচ্ছে, কারিগরি শিক্ষার ক্ষেত্রে অঞ্চলটি অবহেলিত রয়ে গেছে। ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদানের জন্য একটি পূর্ণমাত্রার ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন খুবই জরুরি। হাজারো যুবক ইঞ্জিনিয়ারিং বিষয় অধ্যয়নে আগ্রহী; কিন্তু তারা সে সুযোগ পাচ্ছে না। কারণ, এখানে কোনো ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান নেই। আগ্রহীদের অধিকাংশের ঢাকা, চট্টগ্রাম, খুলনা বা সিলেট থেকে ইঞ্জিনিয়ারিং অধ্যয়নের আর্থিক সামর্থ্য নেই। দেশের প্রয়োজনে যত দ্রæত সম্ভব নরসিংদীতে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন জরুরি, যা নরসিংদীবাসীর দীর্ঘদিনের দাবি।
মো. আশরাফ হোসেন
মাছিমপুর, সাহেপ্রতাপ, নরসিংদী



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন