নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিপিএলে চারজন না পাঁচজন বিদেশি খেলানো হবে, গত বছর সেটি নিয়ে ছিল তুমুল আলোচনা। প্রথম বিপিএলের পর গত বছর বিদেশির সংখ্যা একাদশে সর্বোচ্চ পাঁচজন করা হয়েছিল। এবার সেই সংখ্যা কমে যাচ্ছে, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল বিসিবি পরিচালক পর্ষদের সভা শেষে পাপন জানান, ‘নীতিগতভাবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন বিপিএলে সর্বোচ্চ চারজন বিদেশি খেলতে পারবেন এক দলে। আর প্রতিটি দল চাইলে সর্বোচ্চ চারজন করে খেলোয়াড় ধরে রাখতে পারবেন, সেটা দেশি হোক বা বিদেশি।’ সভায় আরও সিদ্ধান্ত হয়, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে বিপিএল, চলবে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত। শুরুর সম্ভাব্য তারিখ ৫ অক্টোবর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।