Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘অক্টোবর’ গড় সাড়া জাগিয়েছে

| প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

গত শুক্রবার বলিউডের দুটি ফিল্ম মুক্তি পেয়েছে। এর মধ্যে ‘অক্টোবর’ গড়ের চেয়ে ভাল আয় করছে। অন্য ফিল্ম ‘মার্কারি’ দর্শক আকর্ষণে ব্যর্থ হয়েছে।
রোমান্স ড্রামা ‘অক্টোবর’ পরিচালনা করেছেন সুজিত সরকার। এতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, বনিতা সান্ধু, গীতাঞ্জলী রাও, সাহিল বেদোলিয়া এবং প্রশান্ত সিং। শুক্রবার মুক্তি পেয়ে ফিল্মটি আয় করে ৫.০৪ কোটি রুপি। প্রথম দিনের দর্শকদের মুখের প্রচারে শনিবার আয় বেড়ে ৭.৪৭ কোটি রুপিতে পৌঁছে। রবিবার ফিল্মটি এই আয় ধরে রাখতে সক্ষম হয়। রবিবারের ৭.৭৪ কোটি রুপি আয়ে সপ্তাহান্তের আয় ২০.২৫ কোটি রুপি। সোমবার ফিল্মটি আয় করেছে ২.৭০ কোটি রুপি। সপ্তাহের বাকি দিনগুলোতে এই আয় কমবেশি ধরে রাখতে পারলে এটি হিট হিসেবে বিবেচিত হবে। এই সপ্তাহের আরেক ফিল্ম ‘মারকারি’ পরিচালনা করেছেন কার্তিক সুব্বারাজ। সাইলেন্ট হরর ফিল্মটিতে অভিনয় করেছেন প্রভু দেবা, সনত রেড্ডি, দীপক পরমেশ, শশাঙ্ক পুরুষোত্তম, অনিশ পদ্মনাভন, ইন্দুজা এবং গজরাজ। এটি একবারেরই দর্শক টানতে পারেনি। ‘বাগি টু’ এই সপ্তাহান্ত পর্যন্ত ১৫৫.৬৫ কোটি রুপি আয় করেছে। ‘রেইড’ ফিল্মটির আয় ১০১.৫৪ কোটি রুপি। ‘হিচকি’র আয় এ পর্যন্ত ৫৩.৯৫ কোটি রুপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অক্টোবর

২৫ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ