Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাডাকসপের সভাপতি আমিনুর মহাসচিব খলিল

ডাক কর্মচারীদের সমাবেশ ৩০ অক্টোবর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম

মো. আমিনুর রহমান ও মো. খলিলুর রহমান ভুঞা ‘বাংলাদেশ ডাক কর্মচারি সমন্বয় পরিষদের (বাডাকসপ) যথাক্রমে সভাপতি এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন। গত ২২ অক্টোবর অনুষ্ঠিত এক জরুরি সভায় এ কমিটি গঠন হয়। বাডাকসপ ডাক বিভাগের ৯টি সংগঠনের সমন্বয়ে গঠিত শীর্ষ সংগঠন। জরুরি সভায় ১০১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের কার্যকরি সভাপতি মো. আনোয়ার হোসেন চৌধুরি, এম.এ.হাকিম, সারফুদ্দিন পিন্টু, রবিউল ইসলাম জোয়ারদার বাবলু, মোহাম্মদ শাহজাহান, রূহুল আমিন ভুইয়া, মো. খলিলুর রহমান ভুঞা প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা বলেন, ডাক বিভাগকে নিয়ে নানামুখি ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র ছিন্ন করে ডাক বিভাগকে ডিজিটাল উন্নয়নের মহাসড়কে নিয়ে যেতে হবে। তারা বলেন, ডাক অধিদফতরসহ ডাক ভবনস্থ ১৪টি প্রশাসনিক অফিস স্থানান্তরে এক ধরণের ধূ¤্রজাল সৃষ্টি হয়েছে। শেরে বাংলানগরে স্থাপিত ডাকভবনে জিপিওসহ এতগুলো কার্যালয় স্থানান্তর পরিকল্পনা বাস্তবসম্মত নয়। সভায় ডাক বিভাগ স্থানান্তরের প্রতিবাদে আগামি ৩০ অক্টোবর বিকেলে রাজধানীর জিরোপয়েন্ট সংলগ্ন ডাক ভবন চত্ত্বরে কর্মচারি সমাবেশ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাক কর্মচারীদের সমাবেশ ৩০ অক্টোবর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ