Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন ৭ অক্টোবর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ অক্টোবর। গতকাল উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সচিবালয়ে কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন।

ইসি সচিব জানান, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর, প্রার্থিতা বাছায় ১৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১৯ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২০ সেপ্টেম্বর। এই আসনের উপনির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান। গত ৩০ জুলাই কুমিল্লা-৭ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। একই কারণে শূন্য হওয়া উপজেলা পরিষদের ৯টির চেয়ারম্যান পদে, ৫টির ভাইস চেয়ারম্যান পদে, রাজশাহীর একটা পৌরসভার চেয়ারম্যান পদে, পৌরসভাটির ৫টি কাউন্সিলর পদে ও সিটি করপোরেশনের পাঁচটি কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপনির্বাচন ৭ অক্টোবর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ