মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তানভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ায় সমন্বিত হামলার জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পরিণতি ভোগ করতে হবে।
শুক্রবার রাতে টুইটারে দেওয়া এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
রুশ রাষ্ট্রদূত বলেছেন, ‘আবারও আমরা হুমকি অনুভব করছি।’
তিনি বলেছেন, ‘একটি সাজানো দৃশ্যের অবতারণা হলো আবারও আমরা হুমকি পেলাম। আমরা সতর্ক করছি যে, এ ধরনের হামলার জন্য পরিণতি ভোগ করতে হবে।’ অ্যান্তানভ বলেন, “এ হামলার সমস্ত দায়-দায়িত্ব নিতে হবে ওয়াশিংটন, লন্ডন ও প্যারিসকে।”
তিনি বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্টকে অবমাননা করে অগ্রহণযোগ্য ও অপ্রীতিকর। বিপুল রাসায়নিক অস্ত্রের অধিকারী যুক্তরাষ্ট্রের অন্য দেশকে দোষী বলার নৈতিক অধিকার নেই।’
প্রসঙ্গত, বিদ্রোহী নিয়ন্ত্রিত দৌমা এলাকায় আসাদ সরকার রাসায়নিক হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। রাশিয়ার বারবার সতর্কতা সত্ত্বেও শনিবার ভোরে সিরিয়ায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।