নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
গত ফেব্রুয়ারির শেষদিকে ঢাকায় এসে বিসিবির কাছে ইন্টার্ভিউ দিয়েছিলেন ভারতীয় কিউরেটর প্রবীণ হিংনিকার। ৫১ বছর বয়সী এই কিউরেটর দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন নাগপুর ক্রিকেট একাডেমীর প্রধান কিউরেটর হিসেবে। এরই সুবাদে বড় বড় ইভেন্ট কাভার করার অভিজ্ঞতাও রয়েছে তার। সেই হিংনিকার কদিন আগে বাংলাদেশে কাজ করার জন্য এসেছেন তল্পিতল্পা নিয়ে। তার সাথে যোগ দেবেন আরেক ভারতীয় কিউরেটর সঞ্জীব আগারগাল। পুরনো কিউরেটর হিসেবে ‘বিতর্কিত’ গামিনি ডি সিলভা তো আছেনই। এদের সাথে কাজ করার জন্য খুব শীঘ্রই বাছাই করা হবে আরেকজন বিদেশি কিউরেটরকে। চার বিদেশি কিউরেটর দেশের চার অঞ্চলে কাজ করবেন বিসিবির অধীনে।
সংবাদমাধ্যমকে এমনটাই জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম, ‘আমরা গ্রাউন্ডস কমিটি গত সপ্তাহে একটি মিটিং করেছি। মাঠগুলোর বর্তমান অবস্থা যাচাই-বাছাই সহ আমাদের পরবর্তী করণীয় ঠিক করেছি। কিউরেটররা ভেন্যুগুলো এরই মধ্যে পরিদর্শন করেছে এবং মোটামুটি একটা ধারণা পেয়েছে। আমরা ঢেলে সাজানোর পরিকল্পনা করছি। এজন্য আমরা বিদেশি কিউরেটর নিয়ে আসছি। আমাদের একজন পূর্বেই ছিল। একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। আরেকজন আসছে এবং একজনকে এখনও খুঁজছি। আমরা যদি বাংলাদেশকে চারটি জোনে ভাগ করতে পারি এবং পরবর্তীতে যদি মাঠগুলো সংস্কার, উন্নত এবং পরবর্তীতে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি তাহলে পরবর্তীতে আমরা ভালো ফল পাবো।’
হঠাত ভেন্যু আর কিউরেটর নিয়ে এত মাথাব্যাথার কেন বিসিবির! শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ব্যাটিং স্বর্গ উইকেট বানালেও আইসিসি একটি ডিমেরিট পয়েন্ট দেয় সেই স্টেডিয়ামকে। ঠিক পরের টেস্টে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্পিনিং উইকেট বানিয়ে তিন দিনে ম্যাচ শেষ হলেও একটি ডিমেরিট পয়েন্ট পায় হোম অব ক্রিকেট মিরপুর স্টেডিয়াম। আইসিসির নিয়ম অনুযায়ী কোনও স্টেডিয়াম পাঁচ বছরের মধ্যে পাঁচটি ডিমেরিট পয়েন্ট পেলেই এক বছরের জন্য নিষিদ্ধ হয়। আর দেশের শীর্ষ দুই স্টেডিয়াম ইতিমধ্যেই একটি করে ডিমেরিট পয়েন্ট পাওয়াতে উদ্বিগ্ন নয় বিসিবি। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম জানান, ‘আমার মনে হয় এই বিষয়ে যথেষ্ট বিতর্ক আছে। কোনও এক সময় আন্তর্জাতিক কাউন্সিল এই নিয়ম পরিবর্তন করতে বাধ্য হবে। চট্টগ্রামের মাঠে তো অনেক রান হয়েছে। কিন্তু বল তো হাঁটুর নিচেও যায়নি, মাথার উপর দিয়েও যায়নি। তাহলে আদর্শ উইকেটের যোগ্যতা আসলেই কি হওয়া উচিত? পাঁচদিনে খেলা হলেও বলছেন ডিমেরিট পয়েন্ট; আবার তিন দিনে খেলা শেষ হলেও বলছেন ডিমেরিট পয়েন্ট!’
তবে সেই চিন্তা পেছনে ফেলে এগিয়ে যেতে চায় বিসিবি। ২০১৯ সালেই ইংল্যান্ডে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। ইংল্যান্ডে ঘাসের উইকেটে খেলতে হবে টাইগারদের। সেই চিন্তায় আগামী দুই মাসের মধ্যে চারজন পিচ কিউরেটর ঠিক করে ফেলছে বিসিবি। তাদের অধীনেই তৈরি করা হবে ঘাসযুক্ত উইকেট। মাহবুব জানালেন, বিসিবির দৃষ্টি আরো প্রসারিত, ‘শুধুমাত্র প্রতিষ্ঠিত গ্রাউন্ড গুলোতে নয়। এর বাইরের মাঠ গুলো নিয়েও তারা কাজ করবে। বিসিবির কিউরেটর যারা আছেন তারাই মূলত কাজ করবেন। আর এদের সুপারভাইজ করবেন বাইরের কিউরেটররা। আগামী বছর আমরা স্ট্যান্ডার্ড উইকেট বানানোর চেষ্টা করবো। প্রতিটি উইকেটেই ঘাসযুক্ত উইকেট বানানোর চেষ্টা করবো।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।