নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ম্যাচ জুড়েই অলস ফুটবল খেলল বার্সেলোনা। তাতে অবশ্য জয় পেতে সমস্যা হয়নি। লিওনেল মেসির জাদুকরী হ্যাটট্রিকে লেগানেসকে ৩-১ গোলে হারিয়েছে আর্নেস্তো ভালভার্দের দল। এদিকে গত রাতে মাদ্রিদ ডার্বির ম্যাচ নিরুত্তাপ ১-১ ড্র হওয়ায় লাভ হয়েছে বার্সার। শিরোপা পুনরুদ্ধারের পথে এখন তারা ১১ পয়েন্টে এগিয়ে গেল।
লা লিগায় ঘরের মাঠে জিনেদিন জিদানের কাছে রহস্যই থেকে গেলেন ডিয়াগো সিমিওনে। বার্নাব্যুতে এখনো অ্যাটলোটিকো মাদ্রিদকে হারাতে পারেনি জিদানের রিয়াল মাদ্রিদ। এ নিয়ে ৫ বারের লড়াইয়ে দুবার করলেন ড্র, হার তিনটিতেই। গতকাল প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে গ্যারেথ বেলের ক্রস থেকে দলকে এগিয়ে নেন ক্রিশ্চিয়ানো রোনালদো। চার মিনিটের মাথায় গোল শোধ দেন অঁতোয়ান গ্রিজম্যান।
আগের রাতে বার্সাকে রেকর্ডময় ম্যাচ উপহার দেন মেসি। নিজেও হন রেকর্ডের অংশিদার। লা লিগায় রিয়াল সোসিয়াদাদের (১৯৭৮-৭৯ ও ১৯৭৯-৮০ মৌসুমে) টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডে ভাগ বসিয়েছে বার্সা। ১৪ এপ্রিল ন্যু ক্যাম্পে ভ্যালেন্সিয়ার কাছে না হারলেই রেকর্ডটা একার করে নেবে কাতালানরা। লিগে মেসি-সুয়ারেজরা সর্বশেষ হেরেছিল গত বছরের এপ্রিলে মালাগার বিপক্ষে। এরপর অপরাজিত ৩৮ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে বার্সার দায়িত্বে ছিলেন লুইস এনরিকে, পরের ৩১ ম্যাচে ভালভার্দে। প্রথম দল হিসেবে লা লিগায় অপরাজিত থাকার রেকর্ড গড়তে বাকি সাত ম্যাচ না হারলেই চলবে ভালভার্দের শিষ্যদের।
হ্যাটট্রিকের পথে এদিন মেসি ছুঁয়েছেন লা লিগায় দেড় দশক আগে এক মৌসুমে রোনালদিনহোর করা সর্বোচ্চ ৬টি ফ্রি-কিক গোলের রেকর্ড। সব মিলে মৌসুমে সাতবার ফ্রি-কিক থেকে গোল করলেন পাঁচ বারের বর্ষসেরা। লিগে এখন তার মোট গোল ২৯টি। ইউরোপিয়ান গোল্ডেন শুয়ের লড়াইয়ে মিসরের মোহাম্মেদ সালাহকে স্পর্শ করলেন ৩০ বছর বয়সী প্লেমেকার।
ক্যাম্প ন্যুতে শুরুর ২০ মিনিট ছিল লুইস সুয়ারেজ ও জেরার্ড পিকের গোল মিসের মহড়া। আগত্য মেসিকেই এগিয়ে আসতে হয়। ম্যাচের বয়স অর্ধ ঘন্টা হওয়ার ঠিক আগে ৩০ গজ দুর থেকে দৃষ্টিনন্দন ফ্রি-কিকে গোলরক্ষককে বোকা বানান মেসি। ঠিক পাঁচ মিনিট পর ফিলিপ কুতিনহোর কাছ থেকে বল পেয়ে দুজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল জালে পাঠান ফুটবল জাদুকর।
দ্বিতীয়ার্ধে ফাঁকা জালে বল ঠেলতে গিয়ে বারের উপর দিয়ে উড়িয়ে মারেন পিকে। টোকা দিয়ে জাল বল পাঠাতে দ্বিতীয়ার্ধেও ব্যর্থ হন সুয়ারেজ। ৬৮তম মিনিটে বার্সার দুর্বল রক্ষণকে কাজে লাগিয়ে ব্যবধান কমান লেগানেসের মরোক্কো মিডফিল্ডার নাবিল এল জাহের। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে উসমান দেম্বেলের কাছ থেকে বল পেয়ে খুব কাছ থেকে জাদুকরী ফ্লিকে গোলরক্ষক ইভান কুয়েলারকে বোকা বানিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। ক্যারিয়ারে এটি তার ৪৫তম হ্যাটট্রিক। আগামিকাল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে এই জয় নিশ্চয় আত্মবিশ্বাস জোগাবে বার্সাকে।
রিয়াল মাদ্রিদ ১ : ১ অ্যাটলেটিকো মাদ্রিদ
বার্সেলোনা ৩ : ১ লেগানেস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।