Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে বসতবাড়ির গাছ-বাঁশ কাটার দায়ে ৪ জন গ্রেফতার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ি উচ্ছেদের হুমকী-ধামকীসহ বসত ভিটার গাছ ও বাঁশ জোর পূর্বক কর্তন করার অভিযোগে গতকাল রোববার থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে। স্থানীয় ও মামলা সুত্রে জানা গেছে, উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ রাজিবপুর গ্রামের ছামছুল হকের পুত্র আব্দুর রশিদ পৈত্রিক ও ক্রয়সূত্রে একটি জমির মালিক হয়ে বসত বাড়ি নির্মাণ করে চার পাশে বিভিন্ন প্রকার গাছ ও বাঁশ রোপন করে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছিল। কিন্তু গত কয়েকদিন থেকে প্রতিবেশী মৃত আহম্মদ আলীর পুত্র মজিবর রহমান গং রশিদের বাড়ি উচ্ছেদের হুমকী ধামকী দিয়ে আসছিল। এরই জের ধরে গত শনিবার (৭ মার্চ) সকাল ৯ টার দিকে মজিবর রহমান গং রশিদের বাড়িতে হামলা চালিয়ে দুই শতাধিক বাঁশ ও ২০/২৫টি গাছ কর্তন করে। এ সময় রশিদ বাধা দিলে মজিবর গং এলোপাথারি মারপিট করে জীবন নাশের হুমকী দেয়। বাধ্য হয়ে ঐ দিনই থানায় একটি মামলা দায়ের করে রশিদ। যার নং- ৬। এরপর গতকাল রবিবার ভোর রাতে থানার ওসির নিদের্শে এসআই জসিমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৪ আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন দক্ষিণ রাজিবপুর গ্রামের মৃত আহম্মদ আলীর পুত্র মজিবর রহমান ও তার পুত্র জহুরুল ইসলাম, সামাদের পুত্র আলামিন মিয়া ও সাইব উদ্দিনের পুত্র আফরুল মিয়া। থানার ওসি আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বসতবাড়ি

২১ ফেব্রুয়ারি, ২০২২
১ ফেব্রুয়ারি, ২০১৯
২৬ ফেব্রুয়ারি, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ