Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে : | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রভাব বিস্তার করতে এক নিরীহ ব্যবসায়ীর বসতবাড়িতে অতর্কিত হামলা চালিয়ে লুটপাট ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে উপজেলার গোলাকান্দাইল নাগেরবাঘ বাঘমোচড়া এলাকায় ঘটে এ ঘটনা।

ভুক্তভোগী ব্যবসায়ীর মা নাছিমা বেগম জানান, কিশোরগ্যাংয়ের সদস্য মাসুম বিল্লাহ, বিদ্যুৎ, হানিফ, জীবন, শামীমসহ আরো বেশ কয়েকজন চাঁদাবাজি, মাদক সেবনসহ সন্ত্রাসী কর্মকা-ের সঙ্গে জড়িত। উল্লেখিত কিশোরগ্যাংয়ের সদস্যরা প্রভাব বিস্তার করতে গোলাকান্দাইল এলাকার তার ছেলে সাত্তারের বসতবাড়িতে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা ও ব্যাপক ভাঙচুর ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী নাছিমা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, এ ধরণের একটি অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ