পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
সংরক্ষণ হোক জৈন্তার লাল শাপলা
সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর সংলগ্ন চারটি বিল লাল শাপলার বিল’ নামে পরিচিত। ইয়াম বিল, হরফকাটা বিল, কেন্দ্রী বিল ও ডিবি বিল মিলে প্রায় ৯শ’ একর জায়গাজুড়ে প্রতি বছর এই মৌসুমে প্রকৃতিভাবে লাল শাপলায় ভরে ওঠে। শীতের আগমনের সঙ্গে সঙ্গে প্রকৃতির অপরূপে সাজে লাল শাপলার এই চার বিল। তাছাড়া এ উপজেলা প্রাকৃতিক সৌন্দর্যের এক আধার। দূরে খাসিয়া-জৈন্তা বিশাল সবুজ পাহাড়। সেই পাহাড় থেকে নেমে আসা অসংখ্য ঝর্ণা ছবির মতো কথা বলে। অদূরেই প্রকৃতিকন্যা জাফলং। উপজেলাজুড়ে রয়েছে পাহাড় টিলা আচ্ছাদিত ঘন বন-বনানী, পান-সুপারিসহ নানা ফলফলাদির বাগান। ঐতিহ্যবাহী রাজবাড়ী, টুপিমটসহ অসংখ্য ঐতিহাসিক স্থাপনা। এর পরতে পরতে সৌন্দর্যের হাতছানি। বিলের সচিত্র প্রতিবেদন বিভিন্ন স্থানীয়, জাতীয় এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারের পর দিন দিন সেখানে পর্যটক বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে কমতে শুরু করছে লাল শাপলা। এক অসাধু চক্রের থাবায় এখন এমন মনোহর দৃশ্য লোপ পাওয়ার উপক্রম। ডিবির হাওরে লাল শাপলার সৌন্দর্য যেমন রয়েছে, তেমনি হারিয়ে যাওয়া নানা জীববৈচিত্র্য রয়েছে এখানে। তার চেয়েও অতি মূল্যবান খনিজসম্পদ ‘ইউরেনিয়াম’ মজুদ রয়েছে ডিবি বিলে। তাই পরিবেশ ও খনিজ সম্পদ ইউরেনিয়ামের দিক বিবেচনা করে ডিবিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে পর্যটন অঞ্চল ঘোষণা এবং অতি মূল্যবান ইউরেনিয়াম খনিটি রক্ষা করতে হবে।
মুনযির আকলাম
কোরপাই, বুড়িচং, কুমিলল্গা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।