Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে নিরীহ মানুষকে হত্যা করছে যুক্তরাষ্ট্র : রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী সাধারণ ও নিরীহ মানুষকে হত্যা করছে বলে অভিযোগ করেছে রাশিয়া। একই সঙ্গে সেখানে মার্কিন বাহিনী ও তার মিত্ররা ব্যর্থ হয়ে রাশিয়ার উপর দায় চাপানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেছে পুতিন প্রশাসন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তিনি এমন সময় এ মন্তব্য করলেন। যখন আফগানিস্তানের কুন্দুজ এলাকায় একটি মাদ্রাসায় ন্যাটো বাহিনীর হামলায় শতাধিক বেসামরিক লোক ও ছাত্র নিহত হয়েছেন। মস্কোর দাবি, আফগানিস্তানে প্রায় দুই দশকের উপস্থিতি সত্তেও সেখানে নিরাপত্তা প্রতিষ্ঠিত করতে না পেরে তার দায় ওয়াশিংটন অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে।
আরটি, তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ