মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দুর্নীতির অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। কারাগারে থেকেই তাকে আপিল করতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ঘুষ নেওয়ার অভিযোগ ১২ বছরের কারাদÐ দেওয়া হয়েছে তাকে। তবে আপিলের সময়কালীন তিনি যেন কারাগারের বাইরে থাকতে পারেন সেই আবেদন করেছিলেন তার আইনজীবীরা। লুলার দাবি, তার বিরুদ্ধে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অক্টোবরে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি যেন অংশ নিতে না পারেন সেজন্য এমনটা করা হচ্ছে। স্থানীয় জরিপ অনুযায়ী তিনিই এখন ভোটের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন। সুপ্রিম কোর্ট পাঁচ-ছয়টি ম্যারাথন সেশনের পর বৃহস্পতিবার সকালে এই রায় দেয়। বিবিসি জানায়, গ্রেফতারের কাগজপত্র তৈরি না হওয়া পর্যন্ত ৭২ বছর বয়সী লুলা মুক্ত থাকতে পারবেন। ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন লুলা। তার গ্রেফতারের আদেশের প্রতিবাদে প্রায় হাজার মানুষ সাও পাওলোতে বিক্ষোভ করেছেন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।