Inqilab Logo

শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বগুড়ায় র‌্যাবের হাতে কিশোর আটক

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


প্রশ্ন ফাঁসের আশ্বাস দিয়ে গ্রæপে স্ট্যাটাস
বগুড়া ব্যুরো : এইচএসসির প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে বগুড়ায় র‌্যাবের হাতে আটক হয়েছে এক কিশোর। সামিউল ইসলাম (১৬) নামের ওই কিশোর টাকার বিনিময়ে চলতি এইচ এস সি পরীক্ষার প্রশ্নপত্র প্রদানের আশ্বাস দিয়ে ‘হোয়াটসএ্যাপ’ গ্রæপে একটি পোস্ট দিয়েছিল এক সপ্তাহ আগে। সেখানে এইচ এস সি পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার দিন সকাল সাড়ে আটটায় দেয়ার কথা বলে সামিউল। বিষয়টি জানতে পেরে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার হরিণগাড়ী মধ্যপাড়া থেকে সামিউলকে আটক করে। এ সময় তার ব্যবহৃত স্মার্ট ফোনটি জব্দ করা হয়। পরে র‌্যাবের কাছে সে হোয়ার্টস এ্যাপ গ্রæপে পোস্ট দেয়ার কথা স্বীকার করেছে। সমিউলের ওই গ্রæপে মোট মেম্বার আছে ৮০৮ জন। সামিউল জানায়, তার গ্রæপের সদস্য সামীম মাহমুদ নামের একজন তাকে প্রশ্নপত্র দেয়ার কথা বলেছিল। সেই আশ্বাসেই সামিউল গ্রæপে ওই পোস্টটি করে। সামিউল ওই গ্রামের আল ফারুকের ছেলে। সে সম্প্রতি শেষ হওয়া এসএসসি পরীক্ষায় গোহাইল ইসলামীয়া উচ্চবিদ্যালয় থেকে অংশগ্রহণ করেছিল। র‌্যাব ১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান গতকাল সোমবার বেলা ১১টায় সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান। এ সময় তিনি বলেন, সরকার প্রশ্নপত্র ফাঁসে শক্ত পদক্ষেপ নিয়েছে। সেই পদক্ষেপ বাস্তবায়নের জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে। তিনি এসব ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারীদের ফাঁদে পা না দেয়ার আহবান জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ