Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ আটে থামল ইনকিলাব

আজই সেমিফাইনাল, ফাইনাল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

 সামিট-ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল দৈনিক ইনকিলাব। গতকাল সকালে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে টুর্নামেন্টের পঞ্চম দিনে তৃতীয় রাউন্ড ও কোয়ার্টার ফাইনালের খেলা অনুষ্ঠিত হয়। তৃতীয় রাউন্ডে অধিনায়ক মাইনুল হাসান সোহেলের দুর্দান্ত ব্যাটিংয়ে দ্য ইন্ডিপেন্ডন্টের বিপক্ষে ৫১ রানের বিশাল জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইনকিলাব। টস জিতে সোহেলের অদ্যপান্ত ব্যাটিংয়ে ভর করে ১০২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে দেশের বহুল প্রচারিত দৈনিকটির ক্রিকেট দল। অপরাজিত ৭৪ রানের ঝলমলে ইনিংস খেলেন সোহেল। জবাবে ৫১ রানেই থামে ইন্ডিপেন্ডেন্টের ইনিংস। এছাড়া, বাংলাভিশন ৫৮ রানে এটিএন বাংলাকে, আরটিভি ৩ উইকেটে এসএ টিভিকে, চ্যানেল ২৪ এনটিভিকে ৪৩ রানে হারায়।
দিনের অপরাহ্নে কোয়ার্টার ফাইনালের ম্যাচে এসেই খেই হারিয়ে ফেলে ইনকিলাব। শেষ আটে দলটি হেরে বিদায় নেয় বাংলাভিশনের কাছে। তবে বিডি নিউজ ২৪ আলোকিত বাংলাদেশকে ৫ উইকেটে, চ্যানেল ২৪ আরটিভিকে ২ উইকেটে, চ্যানেল আই ৪ রানে জাগো নিউজকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। একই ভেন্যুতে আজ প্রথম সেমিফাইনালে বিডিনিউজ টুয়েন্টিফোরের প্রতিপক্ষ বাংলাভিশন, চ্যানেল ২৪ খেলবে চ্যানেল আই’য়ের বিপক্ষে। আর দুই সেমিফাইনালে বিজয়ীদের নিয়ে বেলা ১১ টায় হবে ফাইনাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেষ আটে

২৭ আগস্ট, ২০২২
২৮ জানুয়ারি, ২০২২
৯ ডিসেম্বর, ২০২১
৪ নভেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ