Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রিজম্যান দ্যুতিতে শেষ আটে ফ্রান্স

প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : রবি ব্র্যাডির পেনাল্টি গোলে স্বপ্নের জাল বুনছিল রিপাবলিক অব আয়ারল্যান্ড। কিন্তু দ্বিতীয়ার্ধে অতোঁয়ান গ্রিজম্যানের ¯্রফে ৪ মিনিটের ঝড়েই চুরমার হয়ে গেছে অইরিশদের শেষ আটের স্বপ্ন।
লিঁওতে গতকাল ম্যাচ শুরু হতে না হতেই ধাক্কাটা খেয়ে বসে স্বাগতিকরা। মাত্র দ্বিতীয় মিনিটে পেনাল্টি গোল খেয়ে বসে তারা। ফরাসিরা এই রেশ কেটে না উঠতেই প্রথমার্ধে ব্যবধান বাড়ানো সুযোগ পেয়েছিল আয়ারল্যান্ড। কিন্তু এ যাত্রায় ত্রাতা ছিলেন গোলরক্ষক হুগো লরিস। প্রথমার্ধের শেষ দিকে সুযোগ পেয়েছিলেন ফরাসিরাও। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি। বিরতির পর আরো গতিময় ফুটবলে ফেরে ফ্রান্স। গোলের জন্যও তাই বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৫৭তম মিনিটে ডিফেন্ডার বাকারি সানিয়ার নেওয়া ক্রস থেকে ১২ গজ দুর থেকে হেডের মাধ্যমে বল জালে পাঠান গ্রিজম্যান। এর তিন মিনিট পর আবারো হেডের মাধ্যমে গোল করে দলকে এগিয়ে নেন অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা। পাঁচ মিনিট বাদে গ্রিজম্যানকে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আইরিশ ডিফেন্ডার শেন ডাফি। ১০ জনের দলের বিপক্ষে একাধীক সুযোগ তৈরী করেও আর গোল করতে পারেনি স্বাগতিকরা। শেষ সময়ে দুর্দান্ত সেভে গ্রিজম্যানকে হ্যাটট্রিক বঞ্চিত করেন আইরিশ গোলরক্ষক র‌্যানডল্ফ। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ ইংল্যান্ড ও আইসল্যান্ডের মধ্যে জয়ী দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রিজম্যান দ্যুতিতে শেষ আটে ফ্রান্স
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ