নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক
যতই দিন গড়াচ্ছে ততই যেন রঙ ছড়াচ্ছে কোপা আমেরিকার শতবর্ষী আসর। প্রথম দুই দিন ছন্দহীন, উত্তেজনাহীন কাটার পর উত্তাপ দিতে শুরু করে কোপা। গতকাল (বাংলাদেশ সময়) আরেক উত্তেজনাপূর্ণ ম্যাচ উপহার দিয়েছে কোপা। ম্যাচটি প্যারাগুয়ের বিপক্ষে জিতে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। ক্যালিফোর্নিয়ার রোজ বোলে স্টেডিয়ামে দলের ২-১ গোলের জয়ে একটি করে গোল করেন হামেস রদ্রিগুয়েজ ও কার্লোস বাক্কা।
ম্যাচজুড়েই এদিন মাঠে আলো ছড়ান কলম্বিয়া অধিনায়ক হামেস রদ্রিগুয়েজ। অথচ রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের এদিন খেলা নিয়েই ছিল সংশয়। কোপার উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারায় কলম্বিয়া। কাঁধের চোট নিয়ে সেদিন ম্যাচের ৬০তম মিনিটে মাঠ ছাড়েন রদ্রিগুয়েজ। এমনিতেই মৌসুমের অধিকাংশ সময় তার কেটেছে রিয়ালের বেঞ্চে। সেদিনের চোট তাই শঙ্কায় ফেলে দিয়েছিল কলম্বিয়াকে। এরপরও ঝুঁকি নিয়ে গেল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাকে মাঠে নামান কোচ হোসে পেকারম্যান। এর ফল পেতেও বেশি দেরি হয়নি। ম্যাচের দ্বাদশ মিনিটে রদ্রিগুয়েজের ক্রস থেকেই দলকে এগিয়ে নেন এসি মিলান স্ট্রাইকার কার্লোস বাক্কা। ম্যাচের আধ ঘণ্টার মাথায় নিজেই গোল করে ব্যবধান ২-০ গড়ে দেন রদ্রিগুয়েজ। এই গোলেও বড় অবদান ছিল বাক্কার। ডি-বক্সের বেশ বাইরে থেকে দু’জন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে বল বাড়িয়েছিলেন কারদোনাকে। কারদোনার ছোট্ট করে বাড়ানো বল কোনাকুনি শটে জালে পাঠান রদ্রিগুয়েজ। টুর্র্নামেন্টে এটি তার দ্বিতীয় গোল। এর পরের সময়টুকু গোলরক্ষক ডেভিড ওসপিয়ার। দুই গোলে পিছিয়ে পড়ার পর প্যারাগুয়ানরা একের পর এক আক্রমণে তটস্থ করে রাখে কলম্বিয়ার রক্ষণভাগ। এসময় প্যারাগুয়ের একাধিক গোলের সুযোগ নস্যাৎ করে দেন ওসপিয়া। তবে ৭১তম মিনিটে ২৫ গজ দূর থেকে নেয়া বদলি খেলোয়াড় ভিক্টোর হুগো আয়ালার শটে কিছুই করার ছিল না আর্সেনাল গোলরক্ষকের। তার মাথার ওপর দিয়ে বল জালে জড়ায়। এর দশ মিনিট পর দুই মিনিটের ব্যবধানে দু’টি হলুদ কার্ডের দ-ে মাঠ ছাড়েন মিডফিল্ডার অস্কার রোমেরো। সমতায় ফেরার লড়াইয়ে প্যারাগুয়ের জন্য যা ছিল বড় ধাক্কা। এরপরও একটি গোলের জন্য মরিয়া ছিল প্যারাগুয়ে। কিন্তু গোলবারের নিচে অসপিয়া ছিলেন আপন আলোয় উজ্জ্বল। বেশ কয়েকটি অসাধারণ সেভে দলের শেষ আট নিশ্চিত করেন তিনি।
দিনের অপর ম্যাচে কোস্টারিকাকে ৪-০ গোলে হারিয়ে শেষ আটের আশা জিইয়ে রেখেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।
এক নজরে ফল
কলম্বিয়া ২-১ প্যারাগুয়ে
যুক্তরাষ্ট্র ৪-০ কোস্টারিকা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।