Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সবার আগে শেষ আটে পোল্যান্ড

প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : এবারের ইউরো সম্ভবত সেরা গোল উপহার দিল গতকালই। পোল্যান্ডের বিপক্ষে শেষ সময়ে করা জর্দার শাকিরির ১৮ গজ দুর থেকে করা সেই ওভারহেড কিকেই ১-১ সমতায় ফিরেছিল সুইজারল্যান্ড। কিন্তু এই উল্লাস শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি সুইসরা। পেনাল্টি ভাগ্যে তাদেরকে ৫-৪ গোলে হারিয়ে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পোল্যান্ড। পেনাল্টি কিকে পোলিশদের হয়ে একে একে গোল করেন রবার্ট লেভানদোভস্কি, আর্কাডিউস মিলিক, কামিল গ্লিক, জাকুব ব্লাসেসকোস্কি ও ক্রিকোভিয়াক। সুইজারল্যান্ডের হয়ে বল জালে পাঠান স্টেফান লিখস্টাইনার, জর্দান শাকিরি, ফাবিয়ান সার ও রিকার্দো রদ্রিগেজ। দলের হয়ে গ্রানিত জাকার নেওয়া দ্বিতীয় শট সুইসদের হতাশায় ডোবায়।
আক্রমণ আর পাল্টা আক্রমণে ঠাসা ম্যাচে গোলমুখো মোট শট হয় ৪৮ বার। এক্ষেত্রেও এগিয়ে ছিল সুইসরা। ২৮ বার পোলিশদের জাল লক্ষ্য করে শট নেয় তারা। কিন্তু এক বারের বেশি জাল খুজে পায়নি। যদিও কয়েকটি সহজ পেয়েছিল রবার্ট লেভান্দোভস্করাও। প্রথমার্ধের ৬ মিনিট আগে পোলিদের হয়ে গোলটি করেন ব্লাসেসকোস্কি। ৩০ মিনিটের অতিরিক্ত সময়েও জাল খুজে পাননি শাকিরি, লেভানদোভস্কিরা। তাই শেষ আটে পৌঁছানোর মিমাংশা হয় টাইব্রেকার ভাগ্যে। সেখানে পোলিশদের প্রতিপক্ষ পর্তুগাল ও ক্রোয়েশিয়ার মধ্যকার জয়ী দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সবার আগে শেষ আটে পোল্যান্ড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ