রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির মহিলা সদস্যসহ চারজনকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। গতকাল শুক্রবার রাত ১০ টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, রাজশাহীর বোয়ালিয়া থানার বাসিন্দা মিলনের ছেলে মিনহাজুল (২২) একই এলাকার আজাদের ছেলে পিয়াস (৩২) ও মহাব্বত আলীর ছেলে শিমু (৩২) এবং চারঘাট উপজেলার নন্দনগাছি এলাকার মোসলেম আলীর মেয়ে টুসি আফরিন (২৫)। আটককৃতদের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা, একটি ল্যাপটপ, চারটা স্বর্ণের আংটি, একটি দুল, একটি ছোরা উদ্ধার করা হয়। অজ্ঞান পার্টির সদস্যরা বাশ্বের এলাকার ফ্রান্স প্রবাসী রিমুর বাসায় মাস খানেক আগে ভাড়া বাসয় থাকত। গত ২৯ মার্চ বৃহম্পতিবার পার্শ্বের ভাড়াটিয়া ফায়জুলের পরিবারকে দাওয়াত খাওয়ানো নামে জুসের মধ্যে চেতনানাশক মিশিয়ে তাদেরকে পান করিয়ে অচেতন করে ফায়জুলের বাড়িতে উদ্ধারকৃত মালামাল চুরি করে। পরে ফায়জুল পুঠিয়া থানায় অভিযোগ করেলে। তাদেরকে পুঠিয়া থানা পুলিশ গতকাল সকালে আটক করে। এ ব্যাপাওেরপুঠিয়া থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান জানান, এরা বানেশ্বর বাজারে স্বামী স্ত্রীর পরিচয়ে ভাড়া থাকত। এবং বিভিন্ন অপকর্ম করত। এলাকার মানুষ এদের আগে থেকেই সন্দেহের চোখে দেখছিল। এর আগে এলাকাবাসী থানায় অবহিত করে। আমরা তাদের গতিবিধি লক্ষ করে আমাদেরও সন্দেহ হয়। থানা অভিযোগ পাওয়ার পর তাদেরকে আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধ আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে মিস্ত্রি নিহত
এদিকে পুঠিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শরিফুল ইসলাম মোল্লা (২৪) নামের এক মোটরসাইকেল মিস্ত্রি নিহত হয়েছে। সে উপজেলার রমজীবনপুর গ্রামের জামাল উদ্দিন মোল্লার ছেলে। গতকার শনিবার বেলা ২টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের উপজেলা কাঁঠালবাড়িয়া আজরাঈলের মোড় নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পুঠিয়া উপজেলা সদর থেকে মোটরসাইকেলের মিস্ত্রি নিহত শরিফুল মোটারসাইকেলযোগে নাটোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ওই স্থানে পৌঁছা মাত্র বিপরীত দিকগামী ট্রাক (নং ঢাকা মেট্রো-১৮-১১১০) সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থালে শরিফুল মারা যায়। পরে খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনা স্থলে ছুটে গিয়ে লাশ উদ্ধার করে। পরে থানা পুলিশ পুঠিয়া খান ফিলিং স্টেশনের রাখা ঘাতক ট্রাকটিকে আটক করে। সে সময় ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।