Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালকিনিতে হামলা মামলায় ল্যাব সহকারি হাজতে

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

গ্রাম্য দলাদলিকে কেন্দ্রকরে হামলা মামলায় জামিন না মঞ্জুর করে কালকিনি পৌর এলাকার পশ্চিম মিনাজদি গ্রামের আলী সরদারের ছেলে মিন্টু সরদার ও তার ভাই লিটন সরদারকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। গত বুধবার মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাঈদুর রহমান আসামী পক্ষের জামিন আবেদন নাকচ করে ২আসামীকে জেল হাজতে প্রেরণ করে। জেল হাজতে প্রেরণকৃত আসামী মোঃ মিন্টু সরদার মাদারীপুর সদর হাসপাতালে ল্যাব এ্যাসিসটেন পদে কর্মরত আছেন। মামলার বাদী পক্ষের আইন জীবী মোঃ ওবাইদুর রহমান খান বলেন ‘ হামলা মামলায় যেহেতু সরকারী চাকুরীজীবী মিন্টু সরদারকে আদালত জেল হাজতে প্রেরণ করেছে সেহেতু তার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়ার নিয়ম রয়েছে। এই বিষয়টিও নিয়ম মত হচ্ছে কিনা তাও দেখা হবে’।
উল্লেখ্য গ্রাম্য দলাদলিকে কেন্দ্রকরে গত বছরের ২২নভেম্বর রাতে ভূরঘাটা মজিদবাড়ি বসে কালকিনি পৌর এলাকার পশ্চিম মিনাজদি গ্রামের কেরামত আলী সরদারের ছেলে মোঃ হালিম সরদারের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। এতে আহতের ভাই মোঃ নাসির উদ্দিন সরদার বাদী হয়ে ৯জনকে আসামী করে থানায় মামলা দায়ের করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ