Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্যাসিফিক রিম আপরাইজিং

| প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্টিভেন এস. ডিনাইট পরিচালিত সাইফাই অ্যাকশন ফিল্ম ‘প্যাসিফিক রিম আপরাইজিং’।
নতুন এক প্রজন্মের কাইজু দানব উঠে এসেছে মানবজাতিকে নিশ্চিহ্ন করার জন্য। আর তাদের রুখবার জন্য তৈরি নতুন প্রজন্মের একদল জেগার পাইলট। এদের একজন জেক পেন্টাকস্ট (জন বোয়েগা) তার বাবাও একসময় নামী জেগার পাইলট ছিল। বাবার পদাঙ্ক অনুসরণ করে সে কাইজু দানবদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়। তার বোন মাকো মোরি (রিনকো কিকুচি) এরই মধ্যে জেগার পাইলটদের একটি দলের নেতৃত্ব দিচ্ছে। জেকের দলে যোগ দেয় তার প্রতিদ্ব›দ্বী পাইলট ল্যাম্বার্ট (স্কট ইস্টউড) এবং ১৫ বছর বয়সী জেগার হ্যাকার আমারা (কেইলি স্পেনি)। নিজেদের পরিবার ছেড়ে জেগার পাইলট আর তাদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানই তাদের পরিবারে পরিণত হয়। নতুন এক যুদ্ধে নামে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্যাসিফিক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ