মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বজুড়ে ব্যাংকিং কার্যক্রম ঢেলে সাজাচ্ছে সিটিগ্রুপ ইনকরপোরেটেড। প্রধান নির্বাহী জেন ফ্রেজারের অধীনে ব্যবসা পুনর্গঠন করছে মার্কিন বিনিয়োগ ব্যাংকটি। এ লক্ষ্যে কম লাভজনক ব্যবসা থেকে বেরিয়ে অধিক লাভজনক ব্যবসায় মনোযোগ দেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বাণিজ্যিক ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সিটি। আগামী তিন বছরে এ অঞ্চলে ৯০০ কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। রয়টার্সের খবরে বলা হয়েছে, মুনাফা বাড়াতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বাণিজ্যিক ব্যাংকিং ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সিটি। নতুন বাজারে বিস্তৃত হওয়া এবং ডিজিটাল সক্ষমতা সম্প্রসারণের পাশাপাশি সিটি কমার্শিয়াল ব্যাংক (সিসিবি) ইউনিট উচ্চবৃদ্ধি ও উদীয়মান বাজারে উপস্থিতি বাড়াতে চাইছে। বর্তমানে ৬০টি দেশে কার্যক্রম পরিচালনা করছে সিটিগ্রুপ। পাশাপাশি ব্যাংকটি মাঝারি আকারের সংস্থাগুলোকে লক্ষ্য করে কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন পরিকল্পনায় থাকা নিয়োগগুলো এমন অঞ্চলে হবে, যেখানে ব্যবসায়িক কার্যক্রম বাড়ানোর সুযোগ রয়েছে। এক্ষেত্রে বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন, ব্রাজিল ও ভারতের মতো বাজারগুলোয় বেশি মনোযোগ দেয়া হচ্ছে। আলাদা একটি বিবৃতিতে সিটিগ্রুপ জানিয়েছে, বিশ্বজুড়ে কর্মী সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে চায় সিটি। এ লক্ষ্যে সংস্থাটি আগামী তিন বছরে এশিয়া-প্যাসিফিকে ২০০ জন বাণিজ্যিক ব্যাংকারসহ প্রায় ৩৫০ কর্মী নিয়োগ দেবে। এ নিয়োগ বিশ্বজুড়ে ব্যাংকটির শাখায় কর্মী বাড়ানোর প্রচেষ্টায় বৃহত্তম বিনিয়োগের প্রতিনিধিত্ব করে। নতুন কর্মীদের বেশির ভাগই চীন, হংকং, ভারত ও সিঙ্গাপুরে নিয়োগ দেয়া হবে। চীন ও ভারতে প্রায় ৮০ জন করে নিয়োগ পাবে। এর মধ্যে হংকংয়ে প্রায় ১০০ জন এবং সিঙ্গাপুরে ৩০ জনের বেশি কর্মী যুক্ত হবে। এ পদক্ষেপ সিটির পরিষেবাগুলোকে শক্তিশালী করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। এ পরিষেবাগুলোর মধ্যে রয়েছে ট্রেজারি, বাণিজ্য সলিউশন, সিকিউরিটিজ ও বৈশ্বিক সম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা। ২০২১ সালে বিশ্বজুড়ে ২৭০ কোটি ডলার আয় করে সিটিগ্রুপ। এ আয়ের ৪১ শতাংশই এসেছে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ব্যবসা থেকে। সিসিবির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান রজত মাধুক বলেন, ক্রমবর্ধমান নতুন ও উদীয়মান করপোরেটের আবাসস্থল এশিয়া প্যাসিফিক। পাশাপাশি মাঝারি আকারের কোম্পানিগুলো আক্রমণাত্মকভাবে প্রবৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। আরো উদীয়মান ও মাঝারি আকারের কোম্পানিগুলো নতুন বাজারে প্রবেশ এবং বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থা তৈরি করছে। এজন্য সেখানে অত্যাধুনিক ব্যাংকিং পরিষেবা প্রয়োজন। এ অবস্থায় আমরা এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সিসিবি ব্যবসা প্রসারিত করার উদ্যোগ নিয়েছি। এছাড়া আমরা আমাদের ডিজিটাল প্লাটফর্ম ও সক্ষমতা তৈরি এবং উদীয়মান ও উচ্চ মুনাফা তৈরির খাতগুলোয় উপস্থিতি আরো শক্তিশালী করব। এদিকে মার্কিন বিনিয়োগ ব্যাংকটি যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বজুড়ে ভোক্তা ব্যাংকিং ব্যবসা থেকে বেরিয়ে আসছে। মুনাফা ও শেয়ারদরে সমকক্ষদের সঙ্গে প্রতিযোগিতা করতে প্রধান নির্বাহী জেন ফ্রেজারের কৌশলের অংশ হিসেবে বিভিন্ন বাজার থেকে ভোক্তা ব্যাংকিং ব্যবসা থেকে বেরিয়ে আসছে ব্যাংকটি। গত বছর শীর্ষ পদে দায়িত্ব নেয়ার পর জেন ফ্রেজার এশিয়ার ১০টিসহ ১৩টি বাজারে ভোক্তা ব্যাংকিং গুটিয়ে সিটিগ্রুপের ব্যবসাকে সরল করার প্রতিশ্রুতি দেন। এর মাধ্যমে আরো লাভজনক প্রাতিষ্ঠানিক ও সম্পদ ব্যবস্থাপনা ব্যবসায় মনোযোগ বাড়াতে চাইছে সিটি। এরই অংশ হিসেবে গত বছর সিটি ফিলিপাইনের ভোক্তা ব্যাংকিং ব্যবসা বিক্রি করতে সম্মত হয়েছিল। ব্যাংকটি দক্ষিণ কোরিয়ায় ভোক্তা ব্যাংকিং কার্যক্রম বন্ধ, অস্ট্রেলিয়া ও মেক্সিকোর ভোক্তা ব্যাংকিং ব্যবসা বিক্রি করেছে। ব্যাংকটির পক্ষ থেকে ভারত, তাইওয়ান, চীন ও মেক্সিকো থেকেও খুচরা ব্যাংকিং কার্যক্রম গুটিয়ে নেয়ার ঘোষণা দেয়া হয়েছে। চলতি বছরের শুরুতে সিটিগ্রুপ মেক্সিকোর সিটিবানামেক্স ভোক্তা ব্যাংকিং ব্যবসা থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছিল। সংস্থাটি তাইওয়ানের ভোক্তা ব্যাংকিং ব্যবসা বিক্রির চুক্তিতে পৌঁছার কথাও জানিয়েছিল। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।