চরিত্র মানুষের শ্রেষ্ঠতম অলঙ্কার
সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত- মানবজাতি। এ শ্রেষ্ঠত্ব মানুষ তার চরিত্র দিয়ে অর্জন করে নেয়।
ইসলামী ঐক্যজোট
ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগর আহ্বায়ক কমিটির এক সভা মাওলানা মোঃ ইলিয়াস আতহারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আবদুর রকিব এডভোকেট, বক্তব্য রাখেন, মহাসচিব মাওলানা অধ্যাপক আবদুল করিম খান, যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মাওঃ শওকত আমীন। ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগর মাওলানা মোঃ ইলিয়াস আতহারীকে সভাপতি ও মাওলানা আনোয়ার হোসাইন আনসারীকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় ২০১৮ ও ২০১৯ সেশন। অন্যান্য দায়িত্বশীলগণ হলেন সহ-সভাপতি মাওলানা কাজী যোবায়ের মাসুদ, মুফতি বরকত উল্লাহ, মাওলানা রাশেদ বিন নূর, পীরজাদা সৈয়দ মুহাম্মদ হাচ্ছান, মাওলানা মুফতি হোসাইন আহম্মদ, যুগ্ন সম্পাদক মাওলানা আরমান হোসাইন, মাওলানা নূরুল হক আরমান ও মাওলানা নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক হাফেজ শামীম উজ জামান আযাদ, অর্থ সম্পাদক মাওলানা মুফতি ওবায়দুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা আহম্মদ উল্লাহ, দপ্তর সম্পাদক কাওসার আহম্মেদ, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসাইন মাহমুদ, নির্বাহী শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা গোলাম মোস্তফা শাহীন, নির্বাহী সদস্য মাওলানা আব্দুর রাজ্জাক, সদস্য আব্দুল হক, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা রবিউল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় এডভোকেট এম এ রকিব বলেন, ওলামায়ে কেরামকে ইসলাম প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমান শাসন ব্যবস্থা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। ঈমান, আমল নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। ৯৩% মুসলমানের দেশে সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস থাকে না তা হতে পারে না। সরকার ঘুষ, দুর্নীতি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে। সরকারের মন্ত্রী এমপির বক্তব্যে তা ফুটে ওঠেছে।
অপরদিকে ছাত্রলীগ, যুবলীগের তান্ডবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো মিনি ক্যান্টনমেন্টে পরিনত হয়েছে। ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে বিভিন্ন ভাবে একের পর এক তালবাহানা চালাচ্ছে যা দেশের জনগণ মেনে নিবে না। তিনি অবিলম্বে খালেদা জিয়া সহ সকল রাজনৈতিক নেতা কর্মীদের মুক্তির দাবী করেন।
ইমাম আজম আবুহানিফা (র.) আন্তর্জাতিক সম্মেলন
চীন মৈত্রী বঙ্গবন্ধু আর্ন্তাতিক সম্মেলন কেন্দ্রে ‘ফেইম হলে’ অনুষ্ঠিত হয় “ইমাম আজম আবুহানিফা (র.) আন্তর্জাতিক সম্মেলন”। এতে বিভিন্ন দেশের বিশ^বিখ্যাত ধর্মীয় পন্ডিৎবর্গ ‘ইসলামের প্রকৃত শিক্ষা বিস্তারে ইমাম আজম আবুহানিফা (র.) এর অবদান’ বিষয়ে আলোকপাত করেন। সভাপতিত্ব করেন সম্মেলনের আহবায়ক জনাব মুহাম্মাদ আহ্ছানুজ্জামান সাহেব। বিদেশী মেহমানগণ হলেন: ড. শাঈখ আহমাদ তামিম (গ্রান্ড মুফতী ও প্রতিষ্ঠাতা ইসলামিক বিশ^বিদ্যালয়, ইউক্রেন, রাশিয়া), আল্লামা আবদুল ওয়াজেদ কাদেরী (গ্রান্ড মুফতী ও পরিচালক আন্তর্জাতিক ইসলামিক ফাউন্ডেশন, নেদারল্যান্ড), আল্লামা শাঈখ নজরুল ইসলাম আজহারী (পরিচালক আল বাহিজ ইনস্টিটিউট, আমেরিকা), শাঈখ রাফি তহা তাঈ আন্নী (গ্রান্ড মুফতী বাগদাদ, ইরাক), শাঈখ মুহাম্মাদ আবদুল কাদের কাদেরী আজহারী (প্রতিষ্ঠাতা সভাপতি আন্তর্জাতিক আমানাহ ডিডিএ, মালয়েশিয়া), শাঈখ মাহদী কাঞ্জু (সিরিয়া), শাঈখ উমর ফাকেহানী (সভাপতি জমিয়তু শাবাব আহলুস সুন্নাহ, বৈরুত, লেবাবনন), আল্লামা শফিকুর রহমান (চেয়ারম্যান নূরে মদীনা ফাউন্ডেশন, লন্ডন, যুক্তরাজ্য), আল্লামা জাফর আহমদ (পরিচালক আল কুরআন একাডেমি, স্টামফোর্ড, যুক্তরাষ্ট্র), আল্লামা রফিক বারকাতী (পরিচালক কিউ টিভি, দুবাই), মুফতী আহ্সানুল হক ইমাদী (পরিচালক দারুল উলূম ইমাদিয়া, বিহার, ভারত), আল্লামা মুফতী নাবিল আখতার নাওয়াজী (প্রিন্সিপ্যাল জামিয়া মুজাদ্দেদিয়া ইসলামিয়া, নতুন দিল্লী, ভারত), মুফতী সৈয়দ বখতিয়ার উদ্দিন নাঈমী (ইউপি, ভারত), মাওলানা সৈয়দ শাহ মুজিবুল হক ইমাদী (ভারত)। বিশেষ প্রবন্ধ ‘মাজহাব মানার প্রয়োজনীয়তা’ অধ্যক্ষ মুফতী মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী (বাংলাদেশ)।
গত ১৯ মার্চ এ সেমিনার অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনায় ছিলেন, সৈয়দ ফয়জী মুহাম্মাদী আহমাদ উল্লাহ, প্রফেসর ড. শাহ কাউছার মুস্তফা আবুল উলায়ী, ড. সৈয়দ ইরশাদ আহমাদ বুখারী, সৈয়দ শাহ মিসবাহুল হক ইমাদী, শাহ সৈয়দ আহমাদুর রহিম, শাহ আবু তালেব সোহরাওয়ার্দী, মাওলানা আবদুর রহমান আল কাদেরী, মুহাম্মাদ মুরাদ হুসাইন ইমাদী, মুহাম্মাদ জিয়া ইকবাল।
-প্রেস বিজ্ঞপ্তি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।