Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসিকে নিয়ে সাম্পাওলির উপলব্ধি

আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন, ব্রাজিলের জার্মানি

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : এতদিনে মনে হয় আসল সত্যটাই সামনে নিয়ে আসলেন আর্জেন্টিনা কোচ জর্জ সাম্পাওলি। তার মতে, বিশ্বকাপ নিয়ে বলা মানে লিওনেল মেসির মাথায় ‘রিভলবার ঠেকানো’। যে কারণে দেশের হয়ে খেলাটা উপভোগ করতে পারেন না মেসি। তিনটি কোপা আমেরিকার ফাইনাল ও গেল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে অতিরিক্ত সময়ের হারের প্রধাণ কারণ ছিল এটিই।
নিজের লেখা বইয়ে এমন অভিযোগ এনেছেন সাম্পাওলি। সামনের মাসেই বইটা প্রকাশিত হওয়ার কথা। যেখানে তিনি লিখেছেন, ‘বিশ্বকাপের মত আসরের প্রশ্নে মেসির মাথায় সর্বক্ষণিক একটি রিভালবার ধরা থাকে। যদি সে তা জিততে না পারে তাহলে সেটা তাকে খুন করবে। ব্যাপারটা এমন। এই কারণে সে তার প্রতিভা আন্তর্জাতিক ম্যাচে পুরোটা কাজে লাগাতে পারে না। এই মুহূর্তে আমি মনে করি বিশ্বের সেরা ফুটবলারকে আমি কোচিং করাচ্ছি। গত দশ বছর ধরেই যে বিশ্ব ফুটবলে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে।’
আবারো মেসিকে কড়া নাড়ছে আরেকটি বিশ্বকাপ। দুর্দান্ত আক্রমণভাগ এবারো মেসিদের আসরের অন্যতম ফেভারিটের আসনে বসিয়েছে। এজন্য দুরুণ সমস্যায়ও পড়েছেন সাম্পাওলি। একদিকে সার্জিও আগুয়েরো-গঞ্জালো হিগুয়াইনদের মত অভিজ্ঞরা, যারা বার বার জাতীয় দলের হয়ে ব্যর্থতার প্রমাণ দিয়ে আসছেন। অন্যদিকে পাওলো দিবালা, মাওরো ইকার্দির মত তরুণ ইনফর্মাররা, যারা জাতীয় দলে নিজেদের প্রমাণ করতে ব্যকুল। তাদের প্রতিভা নিয়েও প্রশ্ন করার মত লোক পাওয়া দুষ্কর। ক্লাব ফুটবলে তা বার বার তারা প্রমাণ করে আসছে। এজন্য পরীক্ষা-নিরীক্ষার মধ্যে আছেন সাম্পাওলি। আজকের প্রীতি ম্যাচেও পাচ্ছেন সেই সুযোগ।
নিছক একটি প্রীতি ম্যাচ। সামনে বিশ্বকাপ ফাইনাল বলে এটাকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। কিন্তু প্রতিপক্ষ দুই দল যখন বিশ্বকাপের শিরোপা প্রত্যাশি তখন তা প্রীতি ম্যাচের আবহে সীমাবদ্ধ থাকে না। মাদ্রিদের মেট্রোপলিটন স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ম্যাচকে তাই একটু আলাদা পাত্রেই রাখতে হচ্ছে।
ক্লাব ফুটবলের অনেক সতীর্থ আজ হয়ে যাবেন পরস্পরের প্রতিপক্ষ। চিরচেনা ইনিয়েস্তা, পিকে, আলবারা খেলবেন মেসির বিপক্ষে। এমন ম্যাচের আগে জীবনের সবচাইতে খুশির সংবাদটাই পেয়েছেন স্প্যানিশ তারকা সার্জিও রামোস। তৃতীয় সন্তানের বাবা হয়েছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক।
রাতের আরেক হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও জার্মানি। দু’দলের মোট ৯টি বিশ্বকাপ জয়ের পরিসংখ্যানই বলে দেয় আজ কতটা উত্তাপ অপেক্ষা করছে বার্লিনে। ঘরের মাঠে গেল বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর এই প্রথম বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হতে যাচ্ছে সেলেসাওরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেসি

৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ