প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: সর্বকালের শ্রেষ্ঠ মূকাভিনেতা হিসেবে বিবেচিত ‘মাস্টার অব মাইম’ মার্সেল মার্সো’র ৯৫তম জন্মবার্ষিকী ও ‘বিশ্ব মূকাভিনয় দিবস’ উদযাপন উপলক্ষে আজ সন্ধ্যা ৭টায় বাংলদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে স্বপ্নদলের আলোচিত মাইমোড্রামা (মূকনাট্য) ‘জাদুর প্রদীপ’-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ‘আরব্য রজনী’র অমর কাহিনী ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ অবলম্বনে নির্মিত এ মাইমোড্রামার কাহিনী-পুনর্বিন্যাসসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। মঞ্চায়নে সহযোগিতা করছে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ এবং কল্যাণপ্রদ শক্তির বিজয়ই এ মাইমোড্রামার মূল সুর। ‘জাদুর প্রদীপ’ মাইমোড্রামায় অভিনয় করছেন জুয়েনা, শিশির, অনিন্দ্য, সোনালী, সামাদ, শ্যামল, আঁচল, জেবু, ঊষা, অন্তর, সবুজ, সম্রাট, অর্ক, সুকুমার, মাসুদ, জাহিদ, বিপুল, আলী প্রমুখ। উল্লেখ্য, মূকাভিনয় শিল্পের বিকাশে মার্সেল মার্সোর অনন্যসাধারণ নিবেদন ও অবদানের প্রতি সম্মান জানিয়ে তার মৃত্যুর পর মূকাভিনয় অনুরাগীরা তার জন্মদিন ২২ মার্চকে ‘বিশ্ব মূকাভিনয় দিবস’ হিসেবে পালন করে আসছে।
ছবিঃ জাদুর প্রদীপ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।