মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বিবিসির উপস্থাপিকা ভিক্টোরিয়া ডারবিশায়ার (৪৯)। ঘরে তার ১১ ও ১৩ বছর বয়সী দুটি ছেলে। তাদের সামনে তিনি দিগম্বর হয়ে চলাফেরা করেন। তবে সারা শরীর নগ্ন থাকে নাকি তিনি টপলেস থাকেন তা পরিষ্কার করে বলেননি। কিন্তু এ সময়ে তারা তার দিকে ভ্রক্ষেপও করে না। ভিক্টোরিয়া নিজে স্বীকার করেছেন এসব কথা। ২০১৫ সালে তার ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার ধরা পড়ে। ফলে অপারেশন করে ডানপাশের স্তন কেটে ফেলা হয়। তারপর থেকে তিনি ঘরের ভিতর দিগম্বর হয়ে চলাফেরা করেন। এ বিষয়ে ভিক্টোরিয়া বলেন, এটা কোনো বিগ ডিল না। আইটিভির একটি শোয়ে যোগ দেবেন এই উপস্থাপিকা সেলিব্রেটি। গত বছর প্রোস্টেট ক্যান্সার বা মূত্রথলির ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়ানো নিয়ে একটি অনুষ্ঠান হয়েছিল। সে রকম একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তাতে তাকে নিজের নগ্নতা নিয়ে বলতে শোনা যাবে, সেলিব্রেটি তারকা কিম কারদাসিয়ান ইন্সটাগ্রামে যেসব ছবি পোস্ট করেন তার থেকে তিনি নিজে কম কিছু নন। গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।