Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্পাইস গার্লসের রিইউনিয়ন ঠেকাতে আইনজীবীর শরণাপন্ন ভিক্টোরিয়া বেকহ্যাম

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ব্রিটেনের সবচেয়ে সফল অল-গার্ল ব্যান্ড স্পাইস গার্লসের সদস্য হিসেবে ভিক্টোরিয়া বেকহ্যামের নাম ছিল পশ স্পাইস। ফুটবলার ডেভিড বেকহ্যামকে বিয়ে করে তিনি সঙ্গীতকে বিদায় জানান। এখন শোবিজে জগতের সঙ্গে তার যা সম্পর্ক তা ফ্যাশন ডিজাইনার হিসেবে।
অন্য তিন সদস্যা বরাবরই ব্যান্ডটির পুনর্গঠন চেয়েছে বা এই ব্যাপারে যথেষ্ট সচেষ্ট ছিল। তবে ভিক্টোরিয়া নন। এমনকি এখন মনে হচ্ছে তিনি ব্যান্ডটি আবার পারফর্ম করুক বা অন্য তিনজন তা করুক তা চাইছেন না এবং সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন।
ব্যান্ডের তিন সদস্যা মেল বি, জিরি হর্নার এবং এমা বান্টন স্পাইস গার্লসের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য এক হবার পরিকল্পনা করছিল। জানা গেছে, তা রুখবার জন্য ভিক্টোরিয়া তার আইনজীবীকে ডেকে পাঠিয়েছেন।
বিষয়টি সম্পর্কে অবগত এক সূত্র বলেছে, “তারা ভীষণ ধরনের আঘাত পেয়েছে। সব শেষ হবার জন্য খুব দুঃখজনক ছিল এই পরিস্থিতি।”
“ভিক্টোরিয়া স্পাইস গার্লসের সঙ্গে তা অভিজ্ঞতা নিয়ে গর্ব কর তবে তিনি বলে থাকেন এটি তার জীবনকে আমূল পাল্টে দিয়েছিল তাই তিনি এর সঙ্গে সব বন্ধন ছিন্ন করতে চান। তবে আক্রমণাত্মক আইনি নোটিসের মাধ্যমে তার প্রয়াস তাদের একসময়ের সম্পর্কের জন্য খুবই দুঃখজনক,” সূত্র আরও বলেছে।
গত বছর ভিক্টোরিয়া বলেছিলেন তিন কন্যা যদি তাদের নিজেদের গান গায় তাকে তিনি অগ্রাধিকার দেবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভিক্টোরিয়া

১৮ জানুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ