Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলার হান্ট

প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : সম্প্রতি গাজী টায়ার্স মেধাবী ক্রিকেটার খুঁজে বের করতে দেশব্যাপী কর্মসূচির ঘোষণা দেয়ায় উদ্বুদ্ধ হয়েছে বিপিএল ‘থ্রি’র চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ভিক্টোরিয়ান্সদের সাথে তুমিও থাকবে মাঠে শ্লোগান নিয়ে ‘ভিক্টোরিয়ান্স বোলার হান্ট’ নামক কর্মসূচি হাতে নিয়েছে বিপিএল’র ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তবে আপাতত: তাদের কর্মসূচিটি কুমিল্লা নির্ভর। বৃহত্তর কুমিল্লার সম্ভাবনাময়ী তরুণদের বোলারদের ভবিষ্যতে ভিক্টোরিয়ান্সদের হয়ে খেলার সুযোগ করে দিতেই এই কর্মসূচি হাতে নিয়েছে তারা। প্রাথমিকভাবে তিন ভেন্যুতে হবে হান্টিং। ২০ সেপ্টেম্বর চান্দিনা রেদওয়ান আহমেদ ডিগ্রি কলেজ মাঠ, ২৫ সেপ্টেম্বর কুমিল্লা স্টেডিয়াম ও ২৮ সেপ্টেম্বর লালমাই ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি প্র্যাকটিস গ্রাউন্ড হাজির হতে হবে আগ্রহীদের। প্রতি ভেন্যুতেই কার্যক্রম শুরু হবে সকাল ৮টায়। প্রত্যেক ভেন্যুতে নির্বাচিত বোলারদের নিয়ে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে ২ অক্টোবর লালমাই ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমিতে। ফাইনালে উপস্থিত থাকবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামাল ও ম্যানেজার খালেদ মাসুদ পাইলট। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মিডিয়া বিভাগকে উদ্ধৃত করে এ সংবাদ দিয়েছে একটি অনলাইন নিউজ পোর্টাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলার হান্ট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ