Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্পিন নির্ভরতায় সেমি’র টার্গেট ভিক্টোরিয়ান্সের

প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : গতবার খুব সাধারণ মানের দল নিয়েই অসাধ্য সাধন করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। হয়েছে চ্যাম্পিয়ন। দল হারিয়েছে এবার কোচ সালাউদ্দিনকে। প্লেয়ার্স ড্রাফটেও পছন্দমত দল পায়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে অগে-ভাগে অনুশীলন শুরু করে দেয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স আস্থা রাখছে অধিনায়ক মাশরাফির উপর। বিপিএল’র অতীতের তিনটি আসরের তিনটিতেই যার নেতৃত্বে ট্রফি জিতেছে দল (প্রথম ২ বার ঢাকা গøাডিয়েটর্স, তৃতীয়বার কুমিল্লা ভিক্টোরিয়ান্স) সেই মাশরাফির নেতৃত্বে এবারো দারুণ কিছু’র স্বপ্ন দেখছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স চেয়ারপার্সন নাফিসা কামাল। লক্ষ্য তার আপাতত সেরা চারÑ ‘এই দলটা করেছে কোচ বাবুল ভাই এবং অধিনায়ক মাশরাফি। তরুণ এবং অভিজ্ঞদের নিয়ে একটা ভালো কম্বিনেশন করার চেষ্টা করেছি আমরা। সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার টার্গেট করব। শেষ চারে থাকলে অবশ্যই আশা করি শিরোপা ধরে রাখতে পারব।’
পাকিস্তানের তিন ক্রিকেটার ইমাদ ওয়াসিম, আহমেদ শেহজাদ এবং আসহার জাইদি ইতোমধ্যে দিয়েছেন যোগ। আফগানিস্তান লেগ স্পিনার রশিদ খানও দলের সঙ্গে শুরু করেছেন অনুশীলন। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ এখনো চলছে বলে স্যামুয়েলস এখনো যোগ দিতে পারেননি দলের সঙ্গে। তবে বিপিএল’র উদ্বোধনী ম্যাচের আগেই স্যামুয়েলসকে পেয়ে যাবে দলটি। বিপিএল’র মাঝপথে যোগ দিবেন স্পিনার সুনিল নারিন। দলের অধিকাংশ ক্রিকেটার পুরনো হওয়ায় বোঝাপড়াটা ভালো, এতেই স্বস্তি দলটির চেয়ারপার্সনেরÑ ‘মারলন স্যামুয়েলস, জাইদি, পুরনো খেলোয়াড়। এছাড়া লিটন, ইমরুল, মাশরাফি আছে, ম্যানেজমেন্টে পুরনো লোক আছে। তাই সবাই আগের ফ্যামিলি হিসেবে কাজ করছে। এখানে সবাই স্বাচ্ছন্দ্যে আছেন।’
গতবার মাঝারিমানের দল নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বলে দলটির নুতন কোচ মিজানুর রহমান বাবুলের উপর চাপ বেশি। তা মনে করছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচÑ ‘কোচ হিসেবে আমার উপরে চাপ বশি। কারণ গতবার আমরা চ্যাম্পিয়ন ছিলাম এবার তা ধরে রাখার একটা বাড়তি একটা চাপ থাকে।’ বাংলাদেশের কন্ডিশনে এ সময়ে স্পিন ধরবে বলে স্পিনের উপর নির্ভার কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচÑ ‘আমরা যাদেরকে সংগ্রহ করেছি, পাকিস্তানের বাঁ-হাতি স্পিন অল রাউন্ডার ইমাদ ওয়াসিম আছে, বাঁ-হাতি স্পিনার জায়েদি, লেগ স্পিনার রশিদ খান, তারা সবাই এখানে কার্যকরী বোলার হবেন।’ গতকালই প্রথম দলটি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমী মাঠে করেছে অনুশীলন। খেলেছে ইতোমধ্যে ২টি অনুশীলন ম্যাচ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্পিন নির্ভরতায় সেমি’র টার্গেট ভিক্টোরিয়ান্সের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ