প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভি মঈনুদ্দীন: চলচ্চিত্রে নবাগত নায়িকা অধরা খানের সৌভাগ্য হয়েছে মৌসুমীর সঙ্গে একই চলচ্চিত্রে অভিনয় করার। মৌসুমীর ছোট বোনের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ চলচ্চিত্রে। এই চলচ্চিত্রে মৌসুমী অভিনয় করছেন অদিতি খান চরিত্রে এবং অধরা অভিনয় করছেন অন্তু খান চরিত্রে। গত ১৭ মার্চ সিনেমাটির দ্বিতীয় লটের শূটিং-হয়। শূটিং-এর ফাঁকে ফাঁকে এফডিসির এক নম্বর ফ্লোরের মেক আপ রুমে গল্পে মেতে উঠেছিলেন মৌসুমী ও অধরা। মৌসুমী বলেন, ‘অভিনয় জানা নতুন শিল্পীদের চলচ্চিত্রে আসা খুব জরুরী। নতুনরা অনেক স্বপ্ন, আশা নিয়ে চলচ্চিত্রে কাজ করতে আসে। নতুনরা যেন সুন্দরভাবে পথচলার সুযোগ পায় এই শুভ কামনা সবসময়ই করি। অধরার আচার, আচরণ বেশ পরিশীলিত। তার শিল্পী মন আছে, শিল্পকে ভালোবেসে নিবেদিত হয়ে ধৈর্য্য ধরে কাজ করার একাগ্রতা আছে। অধরা ছোট হলেও তারমধ্যে আলাদা ব্যক্তিত্ব আমি লক্ষ করেছি। ধৈর্য্য ধরে কাজ করলে সে অনেকদূর যেতে পারবে।’ মৌসুমীর সঙ্গে কাজ করতে পারাটা নিজের অভিনয় জীবনের অন্যতম অর্জন বলে বিবেচনা করেন অধরা খান। অধরা বলেন, ‘মৌসুমী আপুকে নিয়ে কিছু বলার যোগ্যতা আমার হয়নি। তাকে নিয়ে বলার মতো আমি তেমন কেউই নই। তারপরও বলবো নায়ক চলচ্চিত্রে তিনি আমার বড় বোনের চরিত্রে অভিনয় করলেও কাজ করতে গিয়ে বারবারই মনে হয়েছে, তিনি আমার সত্যিকারের বড় বোন। তিনি আমাকে এতো ভালোবাসেন, আদর করেন যার কোনকিছুতেই তুলনা হয়না। আমি কৃতজ্ঞ ইস্পাহানী আরিফ জাহান স্যারের কাছে। তিনি আমাকে বড় একটি সুযোগ করে দিয়েছেন।’ ‘নায়ক’ চলচ্চিত্রে মৌসুমীর বিপরীতে অভিনয় করছেন অমিত হাসান। ২৫ মার্চ পর্যন্ত ‘নায়ক’ চলচ্চিত্রের শূটিং চলবে। অধরা খানের প্রথম চলচ্চিত্র ‘শাহীন সুমনের ‘পাগলের মতো ভালোবাসি’। এরপর তিনি একই পরিচালকের ‘মাতাল’ চলচ্চিত্রেও অভিনয় করেন। ‘নায়ক’ তার তৃতীয় চলচ্চিত্র। এখনো অধরার কোন চলচ্চিত্র মুক্তি পায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।