Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুলেট ট্রেন রাঙিয়ে দেবে হ্যালো কিটি

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাপানের ব্র্যান্ড হ্যালো কিটি এরই মধ্যে বাস ও উড়োজাহাজ সেবায় যুক্ত হয়েছে। এখন এ ‘বর্ণময়’ ব্র্যান্ডটি জাপানের আইকনিক বুলেট ট্রেন সেবায় নিজেদের যুক্ত করার পরিকল্পনা নিয়েছে। ওয়েস্ট জাপান রেলওয়ে বুলেট ট্রেন সেবায় ‘হ্যালো কিটি শিনকানসেন’ সেবার উদ্বোধন করবে, যা এ বছরের শেষ নাগাদ ওসাকা এবং ফুকোওকার মধ্যে রেল সেবায় যুক্ত হবে। গত সপ্তাহে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে। হ্যালো কিটির স্রষ্টা সানরিওর সঙ্গে যৌথ প্রচেষ্টায় বুলেট ট্রেনের বহিরাঙ্গ হ্যালো কিটির চরিত্র এবং এদের ট্রেডমার্ক লাল রিবন দিয়ে সাজানো ও অঙ্কিত হবে বলে জেআরওয়েস্ট বলে পরিচিত কোম্পানিটি জানায়। ট্রেনের একটি বগি হ্যালো কিটির সাজসজ্জা দিয়ে পরিপূর্ণ থাকবে বলেও কোম্পানিটি জানায়। একটি বগিতে যাত্রীদের বসার কোনো আসন থাকবে না, বরং স্থানীয় বিশেষত্বগুলোর পসরা থাকবে। এসবের মধ্যে থাকবে খাবার ও পণ্য, যাতে করে স্থানীয় অর্থনীতি ও পর্যটনকে উজ্জীবিত করা যায়। সানরিও এরই মধ্যে একটি ট্যুর পরিচালনাকারী প্রতিষ্ঠান এবং একটি উড়োজাহাজ প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ প্রচেষ্টায় একটি দ্বিতল ‘হ্যালো কিটি বাস’ এবং একটি ‘হ্যালো কিটি জেট’-এর উদ্বোধন করেছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বুলেট

১৩ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ