পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিবিদ্ধ আশিকুর রহমানকে আপাতত বুকে বুলেট নিয়েই থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। চিকিৎসকরা বলেন, আশিকুরের শরীর থেকে বুলেট বের করতে গেলে জটিলতা সৃষ্টি হতে পারে। তাই আপাতত কোনো অস্ত্রোপচার করা হবে না। বুলেট বুকে নিয়েই থাকতে হবে। চিকিৎকরা জানান, বুলেটটি কোনো সমস্যা করছে না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের চিকিৎসক ফারুক হোসাইন দৈনিক ইনকিলাবকে বলেন, গুলিটা আশিকুরের বুকে ঢুকে আর বের হয়নি। ভেতরেই আছে। ইনজুরিটা লিভার এবং লাংয়ে। তবে তাঁর অবস্থা এখন খারাপ না। শাকিলের পিটে গুলি লেগেছে। তার অবস্থাও আশংকা জনক নয়। আগামীকাল (বুধবার) তাকে ছাড়পত্র দেয়া হবে। এখন কোন সমস্যা নেই। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় ১১নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন আহত দু’জন ছাত্র। কোটা সংস্কারের আন্দোলন করতে গিয়ে বুকে গুলি লাগে আশিকুর রহমানের। আশিকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। আর শাকিল রসায়ন বিভাগের ২য় বর্ষের ছাত্র। গত ৮ এপ্রিল দিবাগত রাত দুইটার দিকে গুলিবিদ্ধ হন তারা। তাদের বন্ধুরা দৈনিক ইনকিলাবকে বলেন, রাতে যখন সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া করা হয় তখনই গুলিবিদ্ধ হন আশিকুর রহমানসহ কয়েকজন। ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের সামনে ক্যাম্পাসের ভেতরে থাকা শিখ স¤প্রদায়ের উপাসনালয় গুরুদুয়ারা নানক শাহীর ঠিক সামনে হঠাৎ গুলিবিদ্ধ হন আশিকুরা। অন্যদিকে শাহবাগে পুলিশ কাঁদানে গ্যাসের শেল আর রাবার বুলেট ছুড়ছিল। তখন পেছন ফিরলে তাঁর পিঠে এসে গুলি লাগে শাকিলের।
গত সোমবার আহত আশিকুর রহমান দৈনিক ইনকিলাবকে বলেন, কে বা কারা গুলি করেছে তা আমি এখনও বলতে পারছি না। আমার শারীরিক অবস্থা আগের চেয়ে ভাল। গত ১১ এপ্রিল থেকে সরকারীভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। এর আগে বন্ধুরা চিকিৎসার দায়িত্ব নেন বলে তিনি জানান। অন্যদিকে আহত শাকিল এ বিষয়ে কোন কথা বলতে অপারকতা প্রকাশ করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আশিকুর রহমানের একজন বন্ধু দৈনিক ইনকিলাবকে বলেন, ৮ এপ্রিল রাত দুইটার দিকে আন্দোলনকারীদের ধাওয়া করা হয়। তখন টিএসসি থেকে আন্দোলনকারীরা পাল্টা ধাওয়া দিলে আশিকুর রহমানসহ ৩/৪ গুলিবিদ্ধ হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।