Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় মৎস্য ব্যবসায়ীর বাড়িতে হামলা

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

খুলনা ব্যুরো:
গতকাল খুলনার বটিয়াঘাটা গ্রামে মৎস্য ব্যবসায়ী মিরাজুল শেখের বসতবাড়ীতে চিহ্নিত দুষ্কৃতকারীরা হামলা করে ভাংচুর, অর্ধলক্ষাধিক নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করেছে। এছাড়া বাড়ীতে থাকা গৃহকর্তী আম্বিয়া খানম (২৩) এর শ্লীলতাহানীরও চেষ্টা করে। বিষয়টি নিয়ে আদালতে অভিযোগ দায়ের হয়েছে। স্থানীয় ইউপি মেম্বার সহ প্রত্যক্ষদর্শীরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী ধাদুয়া গ্রামের চিহ্নিত শরীফুল শেখ, মাজেদুল শেখ, ওয়েজকুরুন, মারফুৎ, মজিবর সহ সংঘবদ্ধ চক্রটি প্রায়ই গৃহবধু আম্বিয়াকে উতাপ্ত করে আসছিল। গতকাল তাকে কু-প্রস্তাব দিলে তাতে সে কঠোরভাবে প্রতিবাদ করায় তারা হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা তার ঘর বাড়ী ভাংচুর করে এবং সমিতি থেকে তোলা ঋনের প্রায় ৬০ হাজার টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। অবশেষে গৃহবধুর চিৎকারে লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ