Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৩ মার্চ বাংলাদেশে মুক্তি পাচ্ছে মাটির প্রজার দেশে

| প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: বিশ্বের বিশটিরও বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে এবার দেশের হলে মুক্তি পাচ্ছে ‘মাটির প্রজার দেশে’ সিনেমাটি। ২৩ মার্চ ঢাকার স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টারস, রাজশাহীর উপহারসহ আরো বেশ কিছু হলে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। ২০১৬ সালে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ওই বছর শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার জিতে নেয় গুপী বাঘা প্রডাকশনস লিমিটেডের এ সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছেন বিজন ইমতিয়াজ, প্রযোজক আরিফুর রহমান। চিত্রগ্রাহক রামশ্রেয়াস রাও এবং এন্ড্রু ওয়েসমান। মাটির প্রজার দেশে বাংলাদেশের প্রথম ডাবিং ছাড়া চলচ্চিত্র যেখানে শতভাগ লোকেশন সাউন্ড ব্যবহার হয়েছে। শব্দগ্রহণে ছিলেন আনিস জন ও মার্ক কলম্বাস। সিনেমাটির শূটিং করতে সময় লেগেছে পাঁচ বছর। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, কচি খন্দকার, শিউলি আক্তার, চিন্ময়ী গুপ্তা, রমিজ রাজু, আবদুল্লাহ রানা, মনির আহমেদ শাকিল, রিকিতা নন্দিনী শিমু প্রমুখ। প্রধান শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছেন মাহমুদুর অনিন্দ্য। বাংলাদেশের কোনো এক প্রত্যন্ত গ্রামে ১০ বছর বয়সী জামালের বসবাস। তার শৈশবের স্মৃতি দুঃস্মৃতিতে পরিণত হয় যখন তার বাল্যবন্ধু ও ছোটবেলার খেলার সাথীকে হারিয়ে ফেলে। সমাজের প্রতি জামালের ধ্যান ধারণা বদলে যায়। সে তার আশেপাশে ঘটে চলা ঘটনাবলি পর্যবেক্ষণ করতে শুরু করে এবং তার যে একটি ব্যক্তি পরিচয় থাকা দরকার, সে ব্যাপারে সচেতন হয়। অপরদিকে, জামালের এই অনুসন্ধিৎসু মনোভাবে তার মা বিপদে পড়ে, কেননা তার মায়ের এমন এক অতীত আছে যা তিনি গোপন রাখতে বাধ্য হয়েছেন। মাকে হারানোর ভয় থেকেই জামাল সমাজের নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নেয় এবং বুঝতে পারে সবকিছু এখনও শেষ হয়ে যায়নি। এভাবেই এগিয়েছে সিনেমাটির গল্প।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ