Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ রিঙ্কল ইন টাইম

| প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

এভা দ্যুভার্নে পরিচালিত সাই-ফাই অ্যাডভেঞ্চার ফিল্ম ‘আ রিঙ্কল ইন টাইম’। ‘দিস ইজ দ্য লাইফ’ (২০০৮), ‘আই উইল ফলো’ (২০১০), ‘মিডল অফ নোহয়্যার’ (২০১৫), ‘সেলমা’ (২০১৫) এবং ‘পার্ট অফ দ্য স্কাই’ (২০১৬) দ্যুভার্নে পরিচালিত চলচ্চিত্র। ম্যাডেলিন ল’এঙ্গেলের একই নামের ১৯৬২ সালে প্রকাশিত উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।
মেগ মারি (স্টর্ম রাইড) এবং তার ছোট ভাই চার্লস (ডেরিক ম্যাকেব) তাদের বন্ধু ক্যালভিনকে (লিভাই মিলার) নিয়ে মেগ-চার্লসের বিখ্যাত পদার্থবিদ বাবা ড. অ্যালেক্স মারির খোঁজে অল্টারনেট ডাইমেনশনে এক দুঃসাহসী অভিযানে বেরিয়ে পড়ে। তিন অতিপ্রাকৃতিক সত্তা মিসেস হোয়াটসইট (রিস উইদারস্পুন), মিসেস হু (মিন্ডি ক্যালিং) এবং মিসেস হুইচের (ওপরা উইনফ্রিথ সাহায্য নিয়ে তারা সময়কে নিয়ন্ত্রণ করে এই অসাধ্য সাধন করে। কিন্তু ড. মারি আর মিসেস মারির কাছাকাছি পৌঁছার জন্য প্রথমে তাদের নিজের অন্ধকার দিকের মোকাবেলা করে তারপর মহাবিশ্বের সব বাধা অতিক্রম করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টাইম

১৫ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ