Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিভিন্ন জেলায় জমিয়াতুল মোদার্রেছীনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জমিয়াতুল মোদর্রেছীন গতকাল খুলনা মহানগর, বগুড়া, দিনাজপুর, কুমিল্লা, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদরাসা ও কারিগরী বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর বক্তব্যের ভূয়শী প্রসংশা করে মন্ত্রীকে মোবারকবাদ জানানোর পাশাপাশি বিগত “২৭ জানুয়ারী জমিয়াতুল মোদার্রেছীনের মহাসম্মেলনে মাদরাসা শিক্ষার মান উন্নয়নে প্রধানমন্ত্রীর নিকট পেশকৃত দাবি সমূহ বাস্তবায়নে করণীয়, মাদরাসা শিক্ষক কর্মচারীদের জাতীয়করণ, চাকুরীর বয়সসীমা ৬৫ বছরকরণ সংযুক্ত ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সমূহকে প্রাইমারী স্কুলের ন্যায় জাতীয়করণসহ উপবৃত্তি প্রদান, সহকারী মৌলভীদের বেতন বৈষম্য দূরীকরণ এর উপর ব্যাপক মত বিনিময় করা হয়। সভায় সিদ্ধান্ত হয় যে, এ বিষয় কেন্দ্র যখন যে নির্দেশ দিবেন তা বাস্তবায়নের চেষ্টা করা হবে।
বগুড়া ব্যুরো জানায়, গতকাল বুধবার বিকেলে অনুষ্ঠিত জমিয়াতুল মোদার্রেছীন বগুড়া জেলা শাখার এক জরুরী সভায় আগামী এক মাসের মধ্যে বগুড়া জেলায় ভারপ্রাপ্ত সভাপতির স্থলে সভাপতি নিযুক্তি সহ যেসব উপজেলায় প্রয়োজন হবে সেসব উপজেলায় নতুন করে কমিটি করা হবে । এছাড়া জমিয়াতুল মোদার্রেছীনের যারা নেতা তাদের প্রতিষ্ঠানে অথবা বাসায় ‘দৈনিক ইনকিলাব’ পত্রিকা রাখার ও সিদ্ধান্ত নেওয়া হয় ।
বগুড়ার ঠনঠনিয়া নুরুল আলা নুর সিনিয়র ফাজিল মাদরাসায় অনুষ্ঠিত এই জরুরী সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও জোড়া নজমুল উলুম কামিল মাদাসার অধ্যক্ষ মাওলানা একেএম শাহীদুল ইসলাম । সংগঠনের সেক্রেটারি ও শেরপুর উলিপুর মহিলা মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই বারীর পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় আরো বক্তব্য রাখেন ঠনঠনিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ঃ রাগেব হাসান ওসমানি, শেরপুর শহীদীয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, মাওলানা শাহাদত হোসেন, মাওলানা আবু সাঈদ মোঃ হাদী, উপাধ্যক্ষ, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা একরামুল হক, মাওলানা মোফাজ্জল হোসেন, মাওলানা ইউনুছ আলী, মাওলানা ওবায়দুর রহমান, মাওলানা জিএম মোস্তাফিজুর রহমান মাওলানা সোহেল রানা, মাওলানা আব্দুর রহিম ও মাওলানা মাহবুবুর রহমান ।
খুলনা ব্যুরো জানায়, গতকাল খুলনা আলিয়া মাদরাসায় অধ্যক্ষ মাও: আ খ ম যাকারিয়া এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা করেন মুফতি আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ মাও: শফিউদ্দিন নেছারী, উপাধ্যক্ষ ডি এম নুরুল ইসলাম, মাও: মুশফিকুর রহমান প্রমুখ।
দিনাজপুর অফিস জানায়, গতকাল বুধবার বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী দিনাজপুর জেলা শাখার অধিবেশন হয়। মাওলানা মোঃ রিয়াজুল ইসলাম শাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা মোঃ রস্তম আলী, সহ-সভাপতি মাওলানা মোঃ আবদুল মাবুদ, সাংগাঠনিক সম্পাদক মাওলানা মোঃ আবদুর রশিদ সরকার, ঘোড়াঘাট উপজেলা সম্পাদক মাওলানা মোঃ আবুল হোসাইন, কাহারোল উপজেলা সভাপতি মাওলানা মোঃ আবদুর সাত্তার কাদেরী, বিরল উপজেলা সভাপতি মাওলানা মোঃ জাকিরুর ইসলাম, বীরগঞ্জ উপজেলা সম্পাদক মাওলানা মোঃ হযরত আলী, জেলা সহ-সভাপতি মাওলানা মোঃ রুহুল আমিন শাহ ও মাওলানা আ স ম আবদুল মুঈদ ও চিরিরবন্দর উপজেলা সভাপতি মাওলানা মোঃ একরামুল হক।
কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার জানান, গতকাল বুধবার দুপুরে কুমিল্ল­া ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার অডিটরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কুমিল্লা জেলা সভাপতি ও মৌকারা দরবার শরীফের পীর ছাহেব শাহ মুহাম্মদ নেছার উদ্দিন ওয়ালিউল­াহী। বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক ও কুমিল্ল­া ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুল মতিন এবং জমিয়ত নেতা মাওলানা শাহ মহিউদ্দিন, অধ্যক্ষ আ.ন.ম. তাজুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আবদুল কাদির, মাওলানা সফিকুল আমিন পাটোয়ারি, মাওলানা আবদুল কুদ্দুস, অধ্যক্ষ মাওলানা অলি আহমেদ, হাফেজ মাওলানা মোঃ আহসানুল করীম আযহারী, অধ্যক্ষ মাওলানা মোঃ আবুল হোছাইন, অধ্যক্ষ রফিকুল ইসলামপ্রমুখ। সভায় নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মুনাজাত করা হয়।
এদিকে সিলেটের হরিপুর মাদরাসার ছাত্র হাফেজ মোজাম্মেলের খুনীদের গ্রেফতার ও বিচারের দাবী জানিয়েছে কুমিল্লা জেলা ক্বওমী মাদরাসা সংগঠন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি আল্লামা নুরুল হক। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আল্লামা আশরাফ আলী, আল্লামা আবদুর রাজ্জাক, মাওলানা নোমান।
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ইকামাতেদ্বীন মডেল কামিল মাদরাসার অধ্যক্ষ মহোদয়ের অফিস কক্ষে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আবু ইউছুফ মৃধার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জমিয়তের সেক্রেটারি হযরত মাওলানা মোঃ আনিছুর রহমান,অধ্যক্ষ চন্দ্রপাড়া সুলতানিয়া ফাজিল( ডিগ্রী) মাদ্রাসা, বিশ্ব জাকের মঞ্জিল কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোঃ শহিদুল ইসলাম,হযরত মাওলানা মোঃ কামরুজ্জামান অধ্যক্ষ বিসমিল্লাহ শাহ দরগা ফাজিল মাদ্রাসা,হযরত মাওলানা মোঃ ইব্রাহীম মিয়া, তারাইল এ,এস আলিম মাদরাসা, হযরত মাওলানা মোঃ মাইনউদ্দিন, হযরত মাওলানা মোঃ শহিদুল ইসলামসহ জমিয়তের অন্যান্য নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমিয়াতুল মোদার্রেছীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ