Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন বাহিনী গড়ার লক্ষ্যে জড়ো হচ্ছে আইএস

| প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের তথা আইএসের পতন ঘটে ২০১৭ সালে। তবে এক বছরের মাথায় আরও ভয়ঙ্কর নীতি নিয়ে ফিরে আসছে এ গোষ্ঠীটি। ২০১৪ সালের জুলাইয়ে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দখলের মাধ্যমে আইএসের উত্থান ঘটে। এরপর দখল করে নেয় ইরাক ও সিরিয়ার বিশাল অঞ্চল। আন্তর্জাতিক সামরিক জোটের প্রচেষ্টায় তিন বছরের মাথায় পতন ঘটে স্বঘোষিত খেলাফত রাষ্ট্রটির। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিমান হামলা, তাদের সমর্থনপুষ্ট ইরাক ও সিরিয়ার সরকারি ও বিদ্রোহী অন্যান্য গোষ্ঠীর বহুমুখী আক্রমণে আইএস মধ্যপ্রাচ্যে পর্যুদস্ত হয়। তবে পরাজয়ের এক বছরেরও কম সময়ের মধ্যে আইএস সংশ্লিষ্ট উত্তর-পশ্চিম সিরিয়ার এক মিলিশিয়া গোষ্ঠী নতুন একটি বাহিনী গড়ে তোলার লক্ষ্যে পুনরায় জড়ো হচ্ছে। আল-মাসদার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইএস


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ