Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চরম বিপর্যয়ের কবলে দক্ষিণাঞ্চলের সড়ক পরিবহন ব্যবস্থা

অর্ধশত রুট পরিবহন ধর্মঘট

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৮, ৫:৫৬ পিএম

ঝালকাঠি জেলার ওপর দিয়ে পিরোজপুর-বাগেরহাট-খুলনা ও যশোরমুখি বাস চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে বরিশাল, পটুয়াখালী ও বরগুনা বাস মালিক-শ্রমিকদের সংগঠনের ডাকে গতকাল সকাল থেকে দক্ষিণাঞ্চলের অন্তত অর্ধশত রুটে সড়ক পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। গত তিন মাসাধিককাল ধরে ঝালকাঠি বাস মালিকদের সাথে দ্বন্দ্বের জের ধরে ঐ জেলাটির ওপর দিয়ে বরিশাল, পটুয়াখালী ও বরগুনা বাস মালিকদের কোন যানবাহন চলতে দেয়া হচ্ছে না।
বরিশাল বিভাগীয় ও পুলিশ প্রশাসন একাধিকবার উদ্যোগ নিয়েও বিষয়টি ফয়সালা করতে না পারায় চরম অচলাবস্থার সৃষ্টি হয়। গতকাল থেকে এ ধর্মঘট শুরুর আগে মঙ্গলবার বরিশাল বিভাগীয় প্রশাসনের তরফ থেকে এ লক্ষে আগামী ২৪মার্চ একটি সমঝোতা বৈঠক ডাকার কথা বলা হলেও পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী ৩টি জেলার বাস মালিক ও শ্রমিক সংগঠনগুলো গতকাল সকাল থেকে এ ধর্মঘট শুরু করে।
ফলে সমগ্র দক্ষিণাঞ্চলের সড়ক পরিবহন সেক্টরে চরম অচলাবস্থা সৃষ্টি হয়েছে। হাজার হাজার যাত্রীরা জিম্মি হয়ে পড়েছে পরিবহন মালিক-শ্রমিকদের কাছে। অনেক নারীÑশিশু ও বয়স্কদের বিভিন্ন ধরনের থ্রি-হুইলার, টেম্পো ও ইজিবাইকে করে বহু কষ্ট আর দুর্ভোগ মাথায় করেই গন্তব্যে পৌছতে হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সৃষ্ট জটিলতা নিরসনে কোন দ্রুত কোন প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সমগ্র দক্ষিণাঞ্চলে সড়ক পরিবহন ব্যবস্থা চরম বিপর্যয়ের কবলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক পরিবহন

২৫ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ