Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিবহন ব্যবসায়ী আলী আকবর মারা গেছেন

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির শোক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব, বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী এবং যশোর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. আলী আকবর মারা গেছেন। গত ৩১ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা,এমপি এবং মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতিতে মরহুম মো. আলী আকবর সুদীর্ঘকালের নেতৃত্ব এবং সমিতি ও মালিকদের প্রতি তার অকৃত্রিম অবদান সর্বজন স্বীকৃত। নেতৃবৃন্দ সড়ক পরিবহন খাতের বিকাশ ও উন্নয়নে আলী আকবরের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তার পরিবারকে এ অপূরনীয় ক্ষতি সহ্য করার তওফিক দান করার জন্য আল্লাহ-তায়ালার দরবারে প্রার্থনা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির শোক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ