বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষীপুর সংবাদদাতা : লক্ষীপুর পৌরসভার মেয়র আবু তাহেরের উপর হামলার ঘটনা ঘটেছে। এর সাথে জড়িত থাকার অভিযোগে বেলাল হোসেন (৩৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে মেয়রের বাসভবনের দক্ষিনে এডভোকেট নুরুল ইসলাম চত্তরের সামনে।
মেয়র আবু তাহের ও প্রতক্ষ্যদর্শীরা জানান, ঘটনার সময় যুবকটি অতর্কিত তার সামনে এসে বলে ইচ্ছা করলে আমি এখনই আপনাকে মেরে ফেলতে পারি। এছাড়া ও আজে বাজে কথা বলে পরিচয় দেয়ার চেষ্টা করে সে। এক পর্যায়ে তাহেরের চোখের চশমা নিয়ে ছুড়ে মারে এবং শারীরিকভাবে নাজেহাল করে। এসময় মেয়রের সমর্থকরা বিষয়টি আঁচ করতে পেরে যুবকটিকে ধরে বেদড়ক পিটিয়ে পুলিশে সোপর্দ করে। যুবকটি জনায় তার বাড়ি শহরের মোবারক কলোনীতে সে এঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবী করে। এ ছাড়া সে ঢাকার একটি ডিপাটমেন্টাল ষ্টোরে ব্যবসা করে।
লক্ষীপুর সদর থানার অফিসার ইনর্চাজ লোকমান হোসেন জানান, যুবকটি পাগল মানসিক প্রতিবন্ধি, তার চিকিৎসার কাগজ পত্র যাচাই করে আত্মীয় স্বজনের কাছে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।