Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাবনায় ভারতের বৈচিত্রময় বোলিং

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

আগের দিন বৃষ্টি আর নেটে অপ্রস্তুত উইকেট দেখে সিংহলিজ স্পোর্টস ক্লাব থেকে অনুশীলন না করেই হোটেলে ফিরেছিল বাংলাদেশ দল। গতকাল সেই ঘাটতি পুষিয়ে নিল মাহমুদউল্লাহর দল। তবে এদনিও বাগড়া দেবার চেষ্টায় ছিল বেরসিক বৃষ্টি। সকালে অনুশীলনের সময় নির্ধারণ হলেও নেটে নামতে নামতে দুপুর। প্রতিপক্ষ ভারত বলে কথা! খামতি দেবার সময় কোথায়! শুরু থেকেই ব্যাটে-বলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তামিম, মুশফিক, মুস্তাফিজার। টানা হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড তাড়া করা জয় যতটা আত্মবিশ্বাস ফিরেছে শিবিরে, ভারত ম্যাচের অঅগে ঠিক ততটাই তটস্থ বাংলাদেশ শিবির। আজ জিতলেই যে ফাইনালের হতছানি মাহমুদউল্লাহদের। তবে তার আগে এই ম্যাচে বাংলাদেশকে ভাবাচ্ছে ভারতের বৈচিত্রময় বোলিং।
নিদাহাস ত্রিদেশীয় সিরিজে ভারতের দুটি জয়েই ম্যাচ-সেরা দুই পেসার। বোলিংটা দারুণ হচ্ছে ভারতের দুই স্পিনারেরও। আজ জিততে হলে ভারতের এই বৈচিত্রময় বোলিং আক্রমণ সামলাতে হবে, অনুভব করছেন মাহমুদউল্লাহ। গতকাল অনুশীলন শেষে ম্যচ পূর্ব সংবাদ সম্মেলনের প্রায় পুরোটা জুড়েই হল এর যবনিকাপতন।
দুই দলের প্রথম লড়াইয়ের ভাগ্য গড়ে দিয়েছিল ভারতীয় বোলিংই। বোলিং দিয়ে ম্যান অব দা ম্যাচ হয়েছিলেন পেস বোলিং অলরাউন্ডার বিজয় শঙ্কর। বাঁহাতি পেসার জয়দেব উনাদকাট উইকেট নিয়েছিলেন তিনটি। কিপটে বোলিংয়ে এক উইকেট ছিল আরেক পেসার শার্দুল ঠাকুরের। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের জয়ের ভিতও গড়ে দিয়েছিলেন বোলাররাই। ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা শার্দুল। অন্য দুই পেসারও নেন একটি করে উইকেট। স্পিনে নিজেদের কাজটা করছেন ওয়াশিংটন সুন্দর ও যুজবেন্দ্র চেহেল। ১৮ বছর বয়সী অফ স্পিনিং অলরাউন্ডার সুন্দর নতুন বল হাতে আটকে রাখছেন রান। পাশাপাশি উইকেটও নিয়েছেন চারটি। লেগ স্পিনার চেহেল তো গুরুত্বপূর্ণ উইকেট নেওয়াকে অভ্যাস বানিয়ে ফেলেছেন।
ভারতের ৫ বোলারই নজর কেড়েছেন বৈচিত্রময় বোলিংয়ে। বিশেষ করে গতির হেরফেরে। স্পিনাররা যেমন ব্যাটসম্যানদের ভোগাচ্ছেন গতি বৈচিত্রে; উনাদকাটের কাটার ও শার্দুলের ‘নাকল বল’ বিভ্রান্তিতে ফেলছে ব্যাটসম্যানদের। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে কেবল ১৩৯ রান তুলতে পেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের আগে তাই মাহমুদউল্লাহর ভাবনা ভারতের বোলিং সামলানো নিয়ে, ‘ওদের বোলারদের কৃতিত্ব দিতেই হবে, যেভাবে তারা বোলিং করছে। ওদের পুরো বোলিং ইউনিটই গতি বৈচিত্র খুব ভালো ভাবে করতে পারছে। শুধু পেসাররা নয়, স্পিনাররাও। ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চেহেল প্রায়ই অনেক মন্থর বল করছে, টার্নও করছে বল। পেসাররাও গতির হেরফের খুব ভালো করছে। আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে।’
বাংলাদেশ অধিনায়ক খুব অখুশি নন বাংলাদেশের বোলারদের পারফরম্যান্সেও। শ্রীলঙ্কার বিপক্ষে খরুচে বোলিংকে অস্বীকার করছেন না। তবে এখনই আঙুল তুলতে চান না। মনে করিয়ে লেন প্রথম ম্যাচের কথা। আশাবাদ জানালেন ভালো কিছুর, ‘এখনই বোলারদের দায় দিলে তাদের প্রতি একটু অবিচার হয়ে যায়। প্রথম ম্যাচে ওরা ভালো বোলিং করেছিল। আমাদের যেটা বিশ্বাস জুগিয়েছিল। পরের ম্যাচে স্কিলগুলোর প্রয়োগ ঠিকমতো করতে পারেনি বলে বেশি রান হয়ে গিয়েছিল। ব্যাটিং বান্ধব উইকেটে যতটা কম রান দেওয়া যায়, তত রান কম তাড়া কতে হবে। এটা নিয়ে আমাদের একটু ভাবতে হবে। আমাদের স্পিনাররা কিন্তু খারাপ করেনি। গত ম্যাচেও মিরাজ ও অপু বোলিং করার সময় রান আটকানো গিয়েছিল কিছু সময়। ২০ বলের মতো মনে হয় বাউন্ডারি হয়নি। আমার স্পিনারদের ওপর আমার ভরসা আছে। তার পরও বোলিং বিভাগকে আরেকটু এগিয়ে আসতে হবে। আশা করি, সেটা তারা পারবে।’
ভারতের বিপক্ষে জিতলেই ফাইনালের পথে আরেক কদম এগিয়ে যাবে বাংলাদেশ। এই ম্যাচে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে তুরুপের তাস মানছেন মাহমুদউল্লাহ, ‘আমার মতে সে আমাদের দলের অনেক গুরুত্বপূর্ণ একজন বোলার। সে অনেক ভালো করছে। এক্ষেত্রে উইকেটের কথাও বলতে হবে যা ব্যাটসম্যানদের জন্য সহায়ক হয়। মুস্তাফিজ এখন দারুণ ছন্দে আছে এবং সে আমাদের স্ট্রাইক বোলার, আমি সর্বদা তাকে সমর্থন দিবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোলিং

৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ